কবি মায়া মণ্ডল - জন্মগ্রহণ করেন হাওড়া জেলার জগতবল্লভপুর ব্লকের, পাঁতিহাল গ্রামে, তাঁর
মাতুলালয়ে। মাতামহ ডঃ বলাইচন্দ্র মণ্ডল। কবির পিতা কার্তিকচন্দ্র সাহা ছিলেন প্রচণ্ড রক্ষণশীল মানুষ।
মাতা মীনারাণী দেবী।

কবির লেখা পড়া শুরু হয় দীননাথ ইনস্টিটিউশনে। সেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ে ভর্তি হন পিয়ারীচরণ
গার্লস হাইস্কুলে। সেখান থেকেই তিনি ১৯৭১ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর কলকাতার বিদ্যাসগর
কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে ১৯৭৪ সালে স্নাতক হন। ১৯৭৪ সালেই, পড়া চলাকালীনই তাঁর বিবাহ হয়ে
যায় শিশিরকুমার মণ্ডলের সঙ্গে।

১৪ - ১৫ বছর বয়সে কবি নিজেকে আবিস্কার করেন তাঁর কবিতার মধ্য দিয়ে, “অবাঞ্ছিত” কবিতাটি লিখে।
সেই তাঁর কবিতার জগতে প্রবেশ। তিনি সাধারণত নীরব শ্রোতার ভূমিকায় থাকেন। কিন্তু তাঁর কবিতার
মধ্য দিয়েই তিনি তাঁর নিজের কথা বলার চেষ্টা করেন। প্রকাশ করেন তাঁর জীবনের নানা টানা-পোরেন,
জীবন-যন্ত্রণা, আনন্দ-বিষাদ।

আধ্যাত্মিক জগতে কবি দীক্ষা নিয়েছেন রামকৃষ্ণমিশনের মহারাজ স্বামী ভূতেশানন্দজীর কাছে। তাঁর
অনুপ্রেরণা কবিকে ভীষণভাবে উত্সাহিত করে কিছু না করতে পারার উর্দ্ধে উঠে কিছু করার জন্য।

পারিপার্শ্বিক জগত ও সমাজ কবিকে ভীষণভাবে নাড়া দেয়। বর্তমান সমাজের অস্থিরতা, ক্ষয়িষ্ণুতা,
সামাজিক, নৈতিক, রাজনৈতিক, শিক্ষাব্যবস্থা, সমাজের সর্বস্তরের অস্থিরতা বেরিয়ে আসে তাঁর কবিতায়।

তাঁর শৈশব থেকেই কবি গান ভালবাসেন। শৈশব থেকেই শিল্প কর্মের দিকেও তাঁর ঝোঁক রয়েছে।
তাঁর হাত দিয়ে বেরিয়ে এসেছে সুন্দর সব তামার তারের কাজ, এপলিকের কাজ।

কবির প্রথম কাব্যগ্রন্থ “অনুভবের আকাশ” প্রকাশিত হয় ২০১১ সালে সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী,
কবি কৃষ্ণা
বসু
, কবি দীপক লাহিড়ী প্রমুখদের উপস্থিতিতে কলকাতা প্রেস ক্লাবে রিলিজ করা হয়।      

আমরা
মিলনসাগরে  কবি মায়া মণ্ডলের কবিতা তুলে আনন্দিত।



উত্স - কবির সঙ্গে একটি সাক্ষাত্কার। ২০.১২.২০১৫ তারিখে, মিলনসাগরের পক্ষে সাক্ষাত্কারটি গ্রহণ
.          করেন মিলন সেনগুপ্ত।    


কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - shinubobby54@gmail.com , sisirmadu@gmail.com     
ঠিকানা - প্রযত্নে শ্রী শিশিরকুমার মণ্ডল, ৫ এইচ, ব্লক ৫, লেক ডিসট্রিক্ট, ৭৪ নারকেলডাঙ্গা মেইন রোড,
.           কলকাতা ৭০০০৫৪।



কবি মায়া মণ্ডলের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২২.১২.২০১৫

...