গণসঙ্গীতকার কবি মেঘনাদের গান ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
                   
অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে      
আর কত একই সুরে গান গাই      
একই পাখি গান গায়         
এ বছর অঘ্রাণে ধান কাটি যদি গাঁয়ে      
এসেছে সময় আবার হাঁকো     
ওমা ও তুই আর কান্দিস না       
ও সোনা নদী রে     
কে তার জবাব দেবে       
কোন গন্ধ কার ভালো লাগে       
খরার জ্বালা নিভুক নতুন বাদলে      
গহন আঁধার ভাঙে গো       
চটকদারী বিজ্ঞাপনে      
ঝড় বলেছিল আবার আসবে মোর হৃদয় জুড়ে      
ঝড়ের দিন যুদ্ধ দিন      
দিন যায় রাত যায়     
দূরে দূরে বনধারে সারি সারি গ্রাম রে      
দেহ আমার শুকনো বারুদ     
ধানের ক্ষেতে হাওয়ার দোলায়       
মাতলা ঝড়ে হোস না বন্ধু       
মানুষেরই গান গাও      
মোর জান-প্রাণ ঐ লাল ধান    
বহু রক্তের রঙ দিয়ে       
যেতে হবে দূরে বাধা পেরিয়ে      
শপথ নেবার দিন      
স্বপ্নে আমি দেখেছি সেই মাকে     
হবে ধান কাটতে       



মিলনসাগর

১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।