গণসঙ্গীতকার কবি মেঘনাদের কবিতা
*
হবে ধান কাটতে
কথা ও সুর --কবি মেঘনাদ
সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ থেকে নেওয়া


শান্ দাও কাস্তে
হবে ধান কাটতে
মেলো সব মিছিলে
হেমন্ত সকালে |
.                  মনটায় পোড় দে
.                  মোঁচটায় তা’ দে
.                  সব লোকে ডাক দে
.                  বউ শাঁখে ফুঁ দে |
কতদিন রাত্রে
কেটেছে অশান্তে
কত যুগ অন্তে
মাতি এ হেমন্তে |
.                              শিশিরে পা মেখে
.                    তাজা ঘামে গা মেখে
.                    লাজে নোওয়া ধানেরে
.                    গানে গানে জাগা রে ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
দেহ আমার শুকনো বারুদ
কথা ও সুর --কবি মেঘনাদ
সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ থেকে নেওয়া


আমার এতো দেহের রক্ত নাই মা
.                 ভিজাবো তোর বুক
আমার এতো চোখের জল নাই মা
.                 নিভাবো তোর বুকের আগুন |

তোর           সবুজ যে রূপ ধূসর হইলো
.                 কোমল দেহ পাথর হইলো
.                 সে আগুনে আমার কপাল
.                 পুড়িয়া গেল, মা গো |

.                 ক্ষেত জ্বললো পেট জ্বললো
.                                   জ্বললো দেহখান্
.                 অভাগীর কপাল পুড়লো
.                                   পুড়লো না শয়তান |

.                          হাতে নিয়ে ভিক্ষাপাত্র
.                  ঘুরবো না আর যত্রতত্র
.                  দেহ আমার শুকনো বারুদ
.                  জ্বালাবো আগুন |

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
মানুষেরই গান গাও
কথা ও সুর --কবি মেঘনাদ
সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ থেকে নেওয়া


মানুষেরই গান গাও
জীবনের গান গাও

সে গানেতে আছে প্রাণ
.               আছে কত কলতান

যে গানে সুখ আনে
.               আনে প্রাণ শত প্রাণে

যে গানের গুঞ্জনে
.              আনে বান মরাগাঙে |

যে গানে সবুজ প্রাণে
.               সাগরের গর্জনে
বৈশাখীর ঝড় আনে
.               আছে প্রাণ সেই গানে

লাল নীল ফুল বনে
.               ফুটুক আপন মনে
বেছে নাও যা চায় মনে
.               আগাছা যাক আগুনে

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
আর কত একই সুরে গান গাই
কথা ও সুর --কবি মেঘনাদ
সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ থেকে নেওয়া


আর কত একই সুরে গান গাই
.                   বছর বছর
“প্রতিকার চাই, জবাব চাই” |
ভোজপুর কিংবা নালন্দা
ফালাকাটা আর বাদকুল্লা
কাল ছিল বনগাঁ আজ হল গয়া
কাল হবে একই সুরে গাওয়া |

এক মুঠো ভাত আর মানুষের অধিকার
চাইলে ব্লু-স্টার নয় কারাগার,
প্রতিকার চাইতে কর যদি সওয়াল
পাবে সাথে-সাথে আরওয়াল |
বাজে সুর সোলাপুর কমিউন গান
তেলেঙ্গানা নকসালবাড়ি-গান
হোয়াংহো আর লেনায় গান গাও
.                   গাও সব প্রতিরোধ গান
আর নয় একই সুরে গান |

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
যেতে হবে দূরে বাধা পেরিয়ে
কথা ও সুর --কবি মেঘনাদ
সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ থেকে নেওয়া


যেতে হবে দূরে বাধা পেরিয়ে
যেতে হবে দূরে ঘাম ঝরিয়ে
সূর্য ওঠানো গান গেয়ে |
যে গান হয়নি গাওয়া এখনও
যে কথা বাজেনি কখনও
যে হাসি শুনিনি, যে বাঁশি বাজেনি
যে চোখে জল ঝরে এখনও
সেই গান সেই কথা
সেই হাসি সেই বাঁশি
সেই খুশি দিতে হবে ফিরিয়ে |

অন্তহীন পথ চাওয়া
নিদ্রাহীন চোখ চাওয়া
ক্ষুধা আর নোনাধরা শরীরের যন্ত্রণা
সাথে নিয়ে কান্না বুকে
পিছনে সারি সারি ফেলে আসা মানুষের
স্বপ্ন দিতে হবে ফিরিয়ে |

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
শপথ নেবার দিন
কথা ও সুর --কবি মেঘনাদ
সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ থেকে নেওয়া

সে দিন শ্রাবণ দিন
মেঘের কাঁদার দিন
কাঁদে সারা সে দিন
আমার শপথ নেবার দিন |

ছিনিয়ে নিলো সে দিন
সাথীর পরাণ বীণ
রক্তে ভেজা সেদিন
আমার শপথ দিন |

আশীষ বুকে সেদিন
কাজল মেঘে সেদিন
আগুন জ্বলে সেদিন
আগুন ছড়ায় সে দিন |

আপন দানের দিন
বাঁধন ছেঁড়ার দিন
হৃদয় গড়ার দিন
শপথ নেবার দিন |

সেদিন শ্রাবণ দিন
আপন দানের দিন
হৃদয় গড়ার দিন
আমার শপথ দিন |

.         ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
এ বছর অঘ্রাণে ধান কাটি যদি গাঁয়ে
স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া


এ বছর অঘ্রাণে ধান কাটি যদি গাঁয়ে
.                       মানুষের সাথে
.       বেশ কিছু গান লেখা যাবে ||
শিশিরে গা মেখে পাকা ধান মাথে যদি
.                       আল বেয়ে যাই দূর গাঁয়ে
.                       কবিতা কিছু লেখা যাবে ||

ছোট ছোট কুঁড়ে ঘরে মানুষের সুখে দুখে
.                        নাচ গানে উত্সবে থেকে
.                        গল্প কিছু লেখা যাবে ||

সোনা সোনা রোদ্দূরে সবুজ মাথায় নীল
.                     হলুদ ফসল ঢেউ সাথে
.                      বেশ কিছু ছবি আঁকা যাবে ||

সেই কত সন আগে পৌষের ঢল মাঠে
.                     নেমেছিল বন্যার বেগে
.                     সেই কথা আজও আছে গেঁথে

লাল ধূলি পথে আলে, আজও মানুষের গলে
.                     সেই কথা সেই গান বাজে
.                     আছে প্রাণ এখনও আছে ||

.                    ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ঝড় বলেছিল আবার আসবে মোর হৃদয় জুড়ে
স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া

ঝড় বলেছিল আবার আসবে মোর হৃদয় জুড়ে |
ঢেউ বলেছিলো আবার আসবো আমি পূর্ণিমা রাতে ||
আমি সেই কথা শুনে দিন গুনি
প্রাণ ভরে নেব শ্বাস ঝড়ের বাতাসে আর
বুক পেতে নেব ঢেউ পূর্ণিমা রাতে |
এই ঝিমধরা বাতাসে নিরাশ পথিকেরে বলি
আবার আসবে ঝড় ঢেউ নিয়ে সাথে
আমাদের হৃদয় জুড়ে ||
মনে পড়ে যায় সেই ঝড়ের দিনের কথা
মেতে ছিল শত প্রাণ বুকে নিয়ে হাজারো ব্যাথা
ওগো দখিন বাতাস তুমি যাও ফিরে যাও
খুলেছি পূবের হাত বাড়িয়েছি দুই হাত
ফাগুনের ঝড় নেবো বুক ভরে ||
আজ নিঃঝুম বাতাসে নিরাশ পথিকেরে বলি
আবার মাতবো মোরা ঢেউ ঝড় দোলাতে
হাসবো পরাণভরে ||

.                    ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
কোন গন্ধ কার ভালো লাগে
স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া


কোন গন্ধ কার ভালো লাগে
তাই দিয়ে তুই বুঝবি সে কোন ঘরে |

ফুলশয্যার ফুলের গন্ধ                     শ্রমিকের গায়ে তেলের গন্ধ
নাকে আছে সারা জন্ম                     কৃষকের গায়ে ভোটকা গন্ধ
এমন মানুষ আছে কিছু                    সে গন্ধ ছোটলোকের
চলে দুলে দুলে ||                           ভোটের সময় বাদে,
মাসপয়লায় টাকার গন্ধ                   গোলাপ গন্ধে মাতাল ছিল
নতুন তাঁতের শাড়ির গন্ধ                 বুকে গোলাপ আঁটা ছিল
কিছু মানুষ ভাবে সেটা                   সেই গোলাপ কাঁটার ঘায় রে ভাই
রোজ পেলে নয় মন্দ ||                     মরল ভারতবাসী ||
তাত্ত্বিকেরই কফির গন্ধ                    আমার কাছে ভাতের গন্ধ
কেরাণীর ঐ চায়ের গন্ধ                    এর চেয়ে নাই কোন আনন্দ
বেকার ছেলের বিড়ির গন্ধ                 ক্ষিধেয় ভাল লাগে না তাই
গরম রোয়াক টেবিল ||                     প্রিয়ার গায়ের গন্ধ ||
মাতালের ঐ মদের গন্ধ                     ভাত ভাত ভাতই সত্য
নেতাদের ঐ গদীর গন্ধ                      আমি যে ভাই তারই ভক্ত
সে গন্ধ কাঁঠাল আঠা                        যে দেবে তিন বেলা ভাত
কিছুতে না ছাড়ে |                                            লক্ষ কোটি জনে ||

.                                   ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
স্বপ্নে আমি দেখেছি সেই মাকে
স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া

স্বপ্নে আমি দেখেছি সেই মাকে
মা যে আমার ছিন্নভিন্ন দেহে
তাকায় দূরে উদাস উদাস চোখে
স্বপ্নে আমি দেখেছি সেই মাকে |
সারা জীবন দিল যে মা
সন্তানেরই  মুখে
অনাহারে দেহখানা
শুকায় ছিল দুখে |
দিয়েছিল দুহাত ভরে আশিস চোখের জলে
এসেছিল তাই সে দেশে নতুন জোয়ার গাঙে |
ভেসেছিল ডুবেছিল শোষণ মরণ ফাঁদে
মায়ে হাসে শিশু হাসে হাসে সুরজ চাঁদে |
রাহু কাড়লো চাঁদের হাসি
.           শকুন চোখের মনি
নতুন জোয়ার ভল্গা লেনায় রাজ
.           শুধু চোখের পানি |
ওমা তোমার রাঙা আঁচল
.           আজও আমার বুকে
আসুক আঁধার ঝড় ও তুফান
.           আছি তোমার সাথে ||
চলো সাথি দুধার হো সব তৈয়ার
হাতে নাও হাতিয়ার ভাঙো দ্বার
শৃঙ্খল বন্ধন আছে শুধু হারাবার
মা ভৈঃ পার হও পারাবার
মার্কসবাদের জয় লেনিনবাদের জয়
স্টালিনের জয় মাও হো-র জয়
পরাজয়ের গর্ভ থেকে উঠুক জয়ের
.                          রক্ত নিশান ||

.                       ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর