মাইকেল মধুসূদন দত্তর কবিতা
*
কাশীরাম দাস
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

চন্দ্রচূড়-জটাজালে আছিলা যেমতি
জাহ্নবী, ভারত-রস ঋষি দ্বৈপায়ন,
ঢালি সংস্কৃত-হ্রদে রাখিলা তেমতি ;---
তৃষ্ণায় আকুল বঙ্গ করিত রোদন |
কঠোরে গঙ্গায় পূজি ভগীরথ ব্রতী,
( সুধন্য তাপস ভবে, নর-কুল-ধন ! )
সগর-বংশের যথা সাধিলা মুকতি,
পবিত্রিলা আমি মায়ে, এ তিন ভুবন ;
সেই রূপে ভাষা-পথ খননি স্ববলে,
ভারত-রসের স্রোতঃ আনিয়াছ তুমি
জুড়াতে গৌড়ের তৃষা সে বিমল জলে |
নারিবে শোধিতে ধার কভু গৌড় ভূমি |
মহাভারতের কথা অমৃত,সমান |
হে কাশি, কবীশদলে তুমি পুণ্যবান্ ||

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
কৃত্তিবাস
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

জনক জননী তব দিলা শুভ ক্ষণে
কৃত্তিবাস নাম তোমা! --- কীর্ত্তির বসতি
সতত তোমার নামে সুবঙ্গ-ভবনে,
কোকিলের কন্ঠে যথা স্বর, কবিপতি,
নয়নরঞ্জন-রূপ কুসুম যৌবনে,
রশ্মি মাণিকের দেহে! আপনি ভারতী,
বুঝি কয়ে দিলা নাম নিশার স্বপনে,
পূর্ব্ব-জনমের তব স্মরি হে ভকতি!
পবন-নন্দন হনু, লঙ্ঘি ভীমবলে
সাগর, ঢালিলা যথা রাঘবের কানে
সীতার বারতা-রূপ সঙ্গীত-লহরী :---
তেমতি, যশস্বি, তুমি সুবঙ্গ-মণ্ডলে
গাও গো রামের নাম সুমধুর তানে,
কবি-পিতা বাল্মীকিকে তপে তুষ্ট করি!

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
জয়দেব
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

চল যাই, জয়দেব, গোকুল-ভবনে
তব সঙ্গে, যথা রঙ্গে তমালের তলে
শিখীপুচ্ছ-চূড়া শিরে, পীতধড়া গলে
নাচে শ্যাম, বামে রাধা--- সৌদামিনী ঘনে !
না পাই যাদবে যদি, তুমি কুতূহলে
পূরিও নিকুঞ্জরাজী বেণুর স্বননে !
ভুলিবে গোকুল-কুল এ তোমার ছলে,---
নাচিবে শিখিনী সুখে, গাবে পিকগণে,---
বহিবে সমীর ধীরে সুস্বর-লহরী,---
মৃদুতর কলকলে কালিন্দী আপনি
চলিবে ! আনন্দে শুনি সে মধুর ধ্বনি,
ধৈরজ ধরি কি রবে ব্রজের সুন্দরী ?
মাধবের রব, কবি, ও তব বদনে,
কে আছে ভারতে ভক্ত নাহি ভাবি মনে ?

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
কালিদাস
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

কবিতা-নিকুঞ্জে তুমি পিককুল-পতি !
কার গো না মজে মনঃ ও মধুর স্বরে ?
শুনিয়াছি লোক-মুখে আপনি ভারতী,
সৃজি মায়াবলে সরঃ বনের ভিতরে,
নব নাগরীর বেশে তুষিলেন বরে
তোমায় ;  অমৃত রসে রসনা সিকতি,
আপনার স্বর্ণ বীণা অরপিলা করে |---
সত্য কি হে এ কাহিনী, কহ, মহামতি ?
মিথ্যা বা কি বলে বলি !  শৈলেন্দ্র-সদনে,
লভি জন্ম মন্দাকিনী ( আনন্দ জগতে ! )
নাশেন কলুষ যথা এ তিন ভুবনে ;
সঙ্গীত-তরঙ্গ তব উথলি ভারতে
( পুণ্যভূমি ! ) হে কবীন্দ্র, সুধা-বরিষণে,
দেশ-দেশান্তরে কর্ণ তোষে সেই মতে !

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
মেঘদূত
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া।


কামী যক্ষ দগ্ধ, মেঘ, বিরহ-দহনে,
দূত পদে বরি পূর্ব্বে, তোমায় সাধিল
বহিতে বারতা তার অলকা-ভবনে,
যেখানে বিরহে প্রিয়া ক্ষুণ্ণ মনে ছিল |
কত যে মিনতি কথা কাতরে কহিল
তব পদতলে সে, তা পড়ে কি হে মনে ?
জানি আমি, তুষ্ট হয়ে তার সে সাধনে
প্রদানিলা তুমি তারে যা কিছু যাচিল ;
তেঁই গো প্রবাসে আজি এই ভিক্ষা করি ;---
দাসের বারতা লয়ে যাও শীঘ্রগতি
বিরাজে, হে মেঘরাজ, যথা সে যুবতী,
অধীর এ হিয়া, হায়, যার রূপ স্মরি !
কুসুমের কানে স্বনে মলয় যেমতি
মৃদুনাদে, কয়ো তারে, এ বিরহে মরি !

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
বউ কথা কও
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

কি দুখে, হে পাখি, তুমি শাখার উপরে
বসি, বউ কথা কও, কও এ কাননে ?
মানিনী ভামিনী কি হে, ভামের গুমরে,
পাখা-রূপ ঘোমটায় ঢেকেছে বদনে ?
তেঁই সাধ তারে তুমি মিনতি-বচনে ?
তেঁই হে  এ কথা-গুলি কহিছ কাতরে ?
বড়ই কৌতুক, পাখি, জনমে এ মনে,---
নর-নারী-রঙ্গ কি হে বিহঙ্গিনী করে ?
সত্য যদি, তবে শুন, দিতেছি যুকতি ;
( শিখাইব শিখেছি যা ঠেকি এ কু-দায়ে )
পবনের বেগে যাও যথায় যুবতী ;
“ক্ষম, প্রিয়ে,”  এই বলি পড় গিয়া পায়ে !---
কভু দাস, কভু প্রভু, শুন, ক্ষুণ্ণ-মতি,
প্রেম-রাজ্যে রাজাসন থাকে এ উপায়ে |

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
মেঘদূত
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া।


গরুড়ের বেগে, মেঘ, উড় শুভক্ষণে |
সাগরের জলে সুখে দেখিবে, সুমতি,
ইন্দ্র-ধনুঃ-চূড়া শিরে ও শ্যাম মূরতি,
ব্রজে যথা ব্রজরাজ যমুনা-দর্পণে
হেরেন বরাঙ্গ, যাহে মজি ব্রজাঙ্গনে
দেয় জলাঞ্জলি লাজে !  যদি রোধে গতি
তোমার, পর্ব্বত-বৃন্দ, মন্দ্রি ভীম স্বনে
বারি-ধারা-রূপ বাণে বিঁধো, মেধপতি,
তা সকলে, বীর তুমি ; কারে ডর রণে ?
এ দূর গমনে যদি হও ক্লান্ত কভু,
কামীর দোহাই দিয়া ডেকো গো পবনে
বহ্নিতে তোমার ভার | শোভিবে, হে প্রভু,
খগেন্দ্র উপেন্দ্র-সম, তুমি সে বাহনে !----
কৌস্ত্তভের রূপে পরো --- তড়িত রতনে |

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
পরিচয়
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া


যে দেশে উদয়ি রবি উদয়-অচলে,
ধরণীর বিম্বাধর চুম্বেন আদরে
প্রভাতে ; যে দেশে গেয়ে, সুমধুর কলে,
ধাতার প্রশংসা-গীত, বহেন সাগরে
জাহ্নবী ; যে দেশে ভেদি বারিদ-মণ্ডলে
( তুষার বপিত বাস ঊর্দ্ধ কলেবরে,
রজতের উপবীত স্রোতঃ-রূপে গলে, )
শেভেন শৈলেন্দ্র-রাজ, মান-সরোবরে
( স্বচ্ছ দরপণ ! ) হেরি ভীষণ মূরতি ;----
যে দেশে কুহরে পিক বাসন্ত কাননে ;---
দিনেশে যে দেশে সেবে নলিনী যুবতী ;---
চাঁদের আমোদ যথা কুমুদ-সদনে ;---
সে দেশে জনম মম ; জননী ভারতী ;
তেঁই প্রেম-দাস আমি, ওলো বরাঙ্গনে !

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
পরিচয়
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া


কে না জানে কবি-কুল প্রেম-দাস ভবে,
কুসুমের দাস যথা মারুত্, সুন্দরি,
ভাল যে রাসিব আমি, এ বিষয়ে তবে
এ বৃথা সংশয় কেন ?  কুসুম-মঞ্জরী
মদনের কুঞ্জে তুমি |  কভু পিক-রবে
তব গুণ গায় কবি ; কভু রূপ ধরি
অলির, যাচে সে মধু ও কানে গুঞ্জরি,
ব্রজে যথা রসরাজ রাসের পরবে !
কামের নিকুঞ্জ এই !  কত যে কি ফলে,
হে রসিক, এ নিকুঞ্জে, ভাবি দেখ মনে !
সরঃ ত্যজি সরোজিনী ফুটিছে এ স্থলে,
কদম্ব, বিম্বিকা, রম্ভা, চম্পকের সনে !
সাপিনীরে হেরি ভয়ে লুকাইছে গলে
কোকিল ; কুরঙ্গ গেছে রাখি দু-নয়নে !

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
দেব-দোল
কবি মাইকেল মধুসূদন দত্ত
“চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

ওই যে শুনিছ ধ্বনি ও নিকুঞ্জ-বনে,
ভেবো না গুঞ্জরে অলি চুম্বি ফুলাধরে ;
ভেবো না গাইছে পিক কল কুহরণে,
তুষিতে প্রত্যূষে আজি ঋতু-রাজেশ্বরে !
দেখ, মীলি, ভক্তজন, ভক্তির নয়নে,
অধোগামী দেব-গ্রাম উজ্জ্বল-অম্বরে,--
আসিছেন সবে হেথা--- এই দোলাসনে---
পূজিতে রাখালরাজ --- রাধা-মনোহরে !
স্বর্গীয় বাজনা ওই !  পিককুল কবে,
কবে বা মধুপ, করে হেন মধু-ধ্বনি ?
কিন্নরের বীণা-তান অপ্সরার রবে |
আনন্দে কুসুম-সাজ ধরেন ধরণী,---
নন্দন-কানন-জাত পরিমল ভবে
বিতরেন বায়ু-ইন্দ্র পবন আপনি !

.                  ****************                                   
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর