ভরসেল্ স নগরে রাজপুরী ও উদ্যান কবি মাইকেল মধুসূদন দত্ত “চতুর্দশপদী কবিতাবলী” (১৮৬৬) কাব্যগ্রন্থ থেকে নেওয়া
কত যে কি খেলা তুই খেলিস্ ভুবনে, রে কাল, ভুলিতে কে তা পারে এই স্থলে ? কোথা সে রাজেন্দ্র এবে, যার ইচ্ছা-বলে বৈজয়ন্ত-সম ধাম এ মর্ত্ত-নন্দনে শোভিল ? হরিল কে সে নরাপ্সরা-দলে, নিত্য যারা, নৃত্যগীতে এসুখ-সদনে, মজাইত রাজ-মনঃ, কাম-কুতূহলে ? কোথা বা সে কবি, যারা বীণার স্বননে, ( কথারূপ ফুলপুঞ্জ ধরি পুট করে ) পূজিত সে রাজপদ ? কোথা রথী যত, গাণ্ডীবী-সদৃশ যারা প্রচণ্ড সমরে ? কোথা মন্ত্রী বৃহস্পতি ? তোর হাতে হত | রে দুরন্ত, নিরন্তর যেমত সাগরে চলে জল, জীব-কুলে চালাস্ সে মত |