কবি মনোজিৎকুমার দাস-এর কবিতা |
সুখ স্মৃতি কবি মনোজিৎ কুমার দাস সন্ধ্যায় ছোট হিজল গাছের নিচেয় জ্বলছে জিপসিদের কাঠের আগুন --একদৃষ্টিতে তাকিয়ে আছি সেদিকে। রৌদ্র ঝলসানো জিপসি মেয়েটির প্রতি আমার নীরব চাহনি; ছিন্নবস্ত্রের আড়ালে নগ্ন দেহবল্লরী । পিঠে খড়ের আঁটি--- ওষ্ঠদ্বয়ে ম্লান হাসি,মাথাটায় অবিন্যস্ত আবরণ; পিঠের বোঝায় সে ভারাক্রান্ত; মনে হয়, তার ওই ছোট্ট পিঠটা ভারবহনে অক্ষম। . *************************** . সূচিতে . . . মিলনসাগর |