কবি মুহম্মদ কাজেম-এর কবিতা
*
প্রেমের স্মৃতি
কবি মুহম্মদ কাজেম
সুকুমার সেন সম্পাদিত বাংলা কবিতা সমুচ্চয়, প্রথম খণ্ড, থেকে নেওয়া।

কে দিল সে স্মৃতি আজি তুলে ?
পাষাণে বাঁধিয়া প্রাণ                    হৃদি করে খান্ খান্
জনমের মতো যারে
গিয়াছিনু ভুলে ,
কে দিল সে স্মৃতি আজি তুলে ?
সেই মুখ সেই হাসি,                    সে অতুল রূপরাশি
প্রাণের অধিক ভাল
বেসেছিনু যারে |
কেমনে ভুলিব আমি তারে ?
সে মোর হৃদয়মণি,                  সে মোর প্রেমের খনি
সে বিনে কেমনে আমি
র’ব ধরাতলে |
সে বা কোথা, আমি কোথা,              এ জনম গেল বৃথা
বসে বসে কাঁদি আজি
তটিনীর কূলে |
কে দিল সে স্মৃতি আজি তুলে ?

যেই ভালবাসে তারে,                   যদি না পায় তারে,
বৃথা সে জনম তার
ধিক নর কুলে |
এমন বিধান যার,                       ধিক তারে শতবার
চাইনে এমন জন্ম
পাপ ধরাতলে |
কে দিল সে স্মৃতি আজি তুলে ?

পাপিয়সী দেশাচার                   কেড়ে মোর কন্ঠ-হার
তুলে দিল হায় হার
অপরের গলে |
তারি স্মৃতি বুকে ধরি,               দিনরাত কেঁদে মরি ;
আর কি পাইব তারে
জীবনের কূলে !
কে দিল সে স্মৃতি আজি তুলে ?

এ প্রাণের কত কথা,                   এ প্রাণের কত ব্যথা,
চাপিয়া রেখেছি আমি
হৃদয়ের মূলে !
বুক ভরা ভালবাসা,                   প্রাণ ভরা কত আশা,
নারিনু জানিতে তারে |
এ হৃদয় খুলে |
কে দিল সে স্মৃতি আজি তুলে ?

জগৎ ভরিয়া চায়,                    দেখি আমি হায় হায়
তাহারি মুখের জ্যোতিঃ
গগনে ভূতলে |
সে বিনে আঁধার সব,                 পিক কন্ঠে তারি রব,
বিধাতা গড়েছে তারে
না জানি কি ভুলে !
কে দিল সে স্মৃতি আজি তুলে ?

সমীরে তাহারি শ্বাস,                  গোলাপে তাহারি বাস,
দেহের চরণ তার
চম্পকের ফুলে !
অধরে পীযুষ ভরা,                     আঁখি তার মনোহরা,
প্রেমের প্রতিমা সে যে,
অবনী মণ্ডলে !
কে দিল সে স্মৃতি আজি তুলে ?

মনে করি ভুলে যাই,                     ভুলিতেও সুখ নাই,
অশান্ত হৃদয় মোর,
ভাসে আঁখি জলে !
নক্ষত্রে তাহারি হাসি,                    চাঁদে তার রূপরাশি
তারই মুখ দেখি আমি,
ফুলে ও মুকুলে |
কে দিল সে স্মৃতি আজি তুলে ?

.                  ***************                  
.                                                                                               
সূচিতে . . .    


মিলনসাগর