দুচোখ তোমার আছে যখন যে ভাবেই দেখ, দেখ, এক চোখ সোজা, আর অন্য চোখে বাঁকা |
বাঁকা চোখে, সবই বাঁকা, আর সোজা চোখে, সব সোজা |
চলা সোজা, বলা সোজা, পথ সোজা, ভালবাসাও |
এক চোখে দেয়া, আর অন্য চোখে নেয়া, কোনটা নেবে তুমি, নেবে না বিলো বে ? যদি নাও, তবে আমার বুকে, ফাগুনের ফোটা থোকা থোকা ফুল নাও | যদি দাও, তোমার কাছে যে বসন্ত গুলো হারিয়ে এসেছি, তাকে আবার নতুন করে দাও ফিরিয়ে, তাহলে তুমি পূর্ণ, আমিও ||
যৌবন মানে, একঝাঁক উড়ন্ত পাখি, যারা আকাশ জুড়ে স্বপ্ন খুঁজে ফেরে, ডানায় ভরকরে শুধু ভেসে যাওয়া, আর ভেসে যাওয়া স্বপ্নের দেশ |
দুচোখে স্বপ্নের কাজল পরে, পৃথিবীটাকে আরো সুন্দর, আরো রঙিন দেখার লগ্ন |
কিন্তু লুটেরা বাজ, কখনো সে আকাশে লুট করে তাদের স্বপ্ন | ছিন্ন ভিন্ন হয় স্বপ্ন পালক | যৌবন সেতো পারস্পরিক লোটার জন্য, সেতো মানবিকতার উত্সরণ, তাবলে এভাবে,
যে ভাবে দিল্লীর বাসে, কামদুনী, মধ্যম গ্রাম, পার্কস্ট্রীটে ? লুটেরা ভ্রমর, সেওতো আসে ফুলের মধু লুটতে | তবে কেন সেভাবে নয় বলতে পারো ||
সেই দুপুরের রোদ গায়ে মেখে বেশ ছিলো আমাদের ধুলো মাটির সংসার ||
মিথ্যে সংসারে বেশ ছিল আমাদের খেলনা বাটির ঘর | ইট, পাথরের মশলায় রাঁধতে তুমি ঝোল, ঝাল, অম্বল, তারপর জিভের তলায় চুক চুক আওয়াজ মিথ্যে মিথ্যে খাওয়া, বেশ ছিলো |
আজ তুমি অনেক দূরে, হয়ত বা কোন বাহু বন্ধনে তুমি সীমাবদ্ধ নাকি জানি না | কবে হারিয়ে গেছে সেই পুতুল খেলার ঘর |
আচ্ছা এমনকি হয়না, যদি এমন হত আবার তুমি ফিরে এলে, সেই রোদ কুড়োনোর খেলা ঘরে, এবার সত্যির খেলায় মাতবো আমরা দুজন আবার বিছানো হল ধুলো মাটির সংসার তাতে শুধু তুমি আর আমি, হয়না ?