কবি মুকুল ( দেবজ্যোতি ) পুরকায়স্থর কবিতা
*
দুচোখ তোমার আছে যখন
কবি মুকুল পুরকায়স্থ

দুচোখ তোমার আছে যখন
যে ভাবেই দেখ, দেখ,
এক চোখ সোজা,
আর অন্য চোখে বাঁকা |

বাঁকা চোখে, সবই বাঁকা,
আর সোজা চোখে,
সব সোজা |

চলা সোজা,
বলা সোজা,
পথ সোজা,
ভালবাসাও |

এক চোখে দেয়া,
আর অন্য চোখে নেয়া,
কোনটা নেবে তুমি,
নেবে না বিলো বে ?
যদি নাও,
তবে আমার বুকে,
ফাগুনের ফোটা থোকা থোকা
ফুল নাও |
যদি দাও,
তোমার কাছে যে বসন্ত গুলো
হারিয়ে এসেছি,
তাকে আবার নতুন করে দাও ফিরিয়ে,
তাহলে তুমি পূর্ণ, আমিও ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
আরে কেমন আছো
কবি মুকুল পুরকায়স্থ

আরে কেমন আছো,
এই আছি,
এই আছি মানে,
এই আছি মানে, এই আছি
তা একটু যোগাযোগ টোগাযোগ রেখো |
সময় পাচ্ছিনা
সময় পাচ্ছোনা,
সময় তো পাওয়া যায় না
সময় করে নিতে হয় |

সময়ের ঘাড়ে বন্দুক রেখে
আত্মরক্ষার এক অদ্ভুত আড়ম্বর |
জীবন মানে চার দেওয়ালের মধ্যে যারা
তারা নয় |
জীবন মানে নীল আকাশ
আর আকাশের নীচে যারা সব্বাই |

পাঁজরের কোলে, যখন সন্ধ্যা নামবে
তখন বুঝবে শিকড়ের কি টান,
তখন বুঝেবা কি লাভ ?
তাই বলি কাছে এসো
ওর মধ্যে লুকিয়ে জীবনের বীজ |

কিন্তু কি অদ্ভুত পরিহাস
কেউ কাছে আসতে চায়না
দূরে থাকার এক অদ্ভুত খেলায়
মেতেছে মানুষ |

তাইতো ৩৩ কোটি থেকে
১৩৩ কোটিতেও
আজ তুমি একা, আমি একা
একদম একা |

তাইতো এত হাহাকার
এত নিঃসঙ্গতা, এত হতাশা, এত একাকিত্ব,
.                              সেতো থাকবে
বিশ্বাসের ঘরে টানা পোড়েন থাকুক না
তবু বলি কাছে আসতে শেখো
জীবন পাবে,
আসল মুখ পাবে ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
বলতে পারো
কবি মুকুল পুরকায়স্থ

বলতে পারো যৌবন মানে কি
ঠিক কেমন |
আমার মনে হয়,
যৌবন মানে প্রেমের নিবিড় আনাগোনা,
একরাশ ভালবাসা, একরাশ স্বপ্ন |

যৌবন মানে ফুলফোটার দিন,
আর মধুপের গুঞ্জরণ,
আগুন রাঙা পলাশে ফুরফুরে ফাগুন |

যৌবন মানে, একঝাঁক উড়ন্ত পাখি,
যারা আকাশ জুড়ে স্বপ্ন খুঁজে ফেরে,
ডানায় ভরকরে শুধু ভেসে যাওয়া, আর ভেসে যাওয়া
স্বপ্নের দেশ |

দুচোখে স্বপ্নের কাজল পরে,
পৃথিবীটাকে আরো সুন্দর,
আরো রঙিন দেখার লগ্ন |

কিন্তু লুটেরা বাজ, কখনো সে আকাশে
লুট করে তাদের স্বপ্ন |
ছিন্ন ভিন্ন হয় স্বপ্ন পালক |
যৌবন সেতো পারস্পরিক লোটার জন্য,
সেতো মানবিকতার উত্সরণ,
তাবলে এভাবে,

যে ভাবে দিল্লীর বাসে,
কামদুনী, মধ্যম গ্রাম, পার্কস্ট্রীটে ?
লুটেরা ভ্রমর, সেওতো আসে
ফুলের মধু লুটতে |
তবে কেন সেভাবে নয়
বলতে পারো ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ফোঁটা ফোঁটা জল সাগরে মিললে
কবি মুকুল পুরকায়স্থ

ফোঁটা ফোঁটা জল সাগরে মিললে,
ঢেউ নাম তার হয়,
যখন চোখের এ জল তোমায় মেলায়,
কান্না হয়ে যায় ||

সাগর যখন কাঁদে তখন,
তীরে আছড়ে পড়ে,
হৃদয় আবার কাঁদে যখন,
বুকে গুমরে মরে ||

কান পেতে শোন সাগর ডাকে,
বুকে হাহাকার,
তীরকে কাছে পাবে বলে,
আসে বারে বার ||

তোমায় কাছে পাইনি কভু,
কি হারাবার ভয়,
জয়ের মালা পরেনি যে,
তার কিসের পরাজয় ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
তুমি আসবে কবে আসবে বলো
কবি মুকুল পুরকায়স্থ

তুমি আসবে কবে আসবে বলো,
তুমি আসবে কবে আসবে,
এ পরাণে আনকোরা ঢেউ,
তুমিই শুধু ভাসবে ||

তারায় তারায় এ মোন জড়ায়
তারে এমোন বাঁধবে,
সেই সুরেতে আসবে ফাগুন,
মনে বাঁশি বাজবে ||

বাদল আঁখি ঝরবে শুধু
আবছা চাঁদের আলো
জানিনা এ মরণ নাকি
তার চেয়ে কিছু ভালো ||

ডুবো চাঁদে লাগবে আগুন
তবু সেতো উঠবে
ঝরুক বাদল যতই আজি
বসন্ত রাগ বাজবে ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
আমি আকাশ হলে
কবি মুকুল পুরকায়স্থ
রচনাকাল-- ২৭ / ১২ / ২০১৪

আমি আকাশ হলে,
তুমি চাঁদ হয়ে ভাসবে আমার বুকে,
তারায় তারায় ভরিয়ে নেব
আমাদের বাসর ||

মনের দুয়ার খুলে দেব
ফাগুনের ফুরফুরে হাওয়ায়
মাতাল হয়ে যাবো
তুমি আর আমি ||

মাটির কাছে হাত পেতে নেব
হাসনুহেনার সুবাস
ফুটফুটে জ্যোত্স্নার নরম আলোয়
মাতবো মন খোঁজার খেলায় ||

চোখের তারায় ভেসে যাবে
আমাদের স্বপ্নের সম্পান |
তুমি চাঁদ হবে কি ?
তবেই আমি আকাশ ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
সেই দুপুরের রোদ গায়ে মেখে
কবি মুকুল পুরকায়স্থ

সেই দুপুরের রোদ গায়ে মেখে
বেশ ছিলো আমাদের
ধুলো মাটির সংসার ||

মিথ্যে সংসারে বেশ ছিল
আমাদের খেলনা বাটির ঘর |
ইট, পাথরের মশলায় রাঁধতে তুমি
ঝোল, ঝাল, অম্বল,
তারপর জিভের তলায় চুক চুক আওয়াজ
মিথ্যে মিথ্যে খাওয়া,
বেশ ছিলো |

আজ তুমি অনেক দূরে,
হয়ত বা কোন বাহু বন্ধনে
তুমি সীমাবদ্ধ নাকি জানি না |
কবে হারিয়ে গেছে সেই পুতুল খেলার ঘর |

আচ্ছা এমনকি হয়না, যদি এমন হত
আবার তুমি ফিরে এলে,
সেই রোদ কুড়োনোর খেলা ঘরে,
এবার সত্যির খেলায় মাতবো আমরা দুজন
আবার বিছানো হল
ধুলো মাটির সংসার
তাতে শুধু তুমি আর আমি, হয়না ?

সত্যি যা ধুলোয় মিশে যাবে
তা পাততে দোষ কি ?

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
দুচোখের পাশে
কবি মুকুল পুরকায়স্থ

দুচোখের পাশে
যদি ঘুম ঘিরে আসে
কে তারে বলো জাগাবে
পড়ে রবে সব
থেমে যাবে সব
কে বলো বাঁশি বাজাবে ||

পরাণের ধনে যত ডাক ফিরে
কুলায় নাহি ফিরিবে
আকাশ ফেলে কোন পাখি বলো
খাঁচার দাঁড়ে ফিরিবে ||

চঞ্চল মন ধাইবে বনান্তরে
উঠিবেনা চাঁদ আকাশে
দখিনা বাতাসে বাজিবেনা ধুন
কাঁদিবে এমন হুতাশে ||

দিন অবসান সূর্য্যটাও
আকাশটাকে হারাবে
তারাপথ ধরে খুঁজে ফের
খুঁজিবে শুধু খুঁজিবে ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
চাঁদের আলোয় চাঁদ ধরাদেয়
কবি মুকুল পুরকায়স্থ

চাঁদের আলোয় চাঁদ ধরাদেয়
বসন্তেরই ফাগুন গানে
জলের বুকে জল ছবিতে
গলে পড়ে আপন মনে

তবেই শুক্লা তিথীর পূর্ণ শশী
টলটল করে করবে খেলা
তোমার বুকে ||

নড়বড়ে পাঁজরের বেড়ার ঘর
ভরে উঠবে ফুটফুটে জ্যোত্স্নায়
আর তাতে ভেসে যাবে
তোমার স্বপ্নিল সম্পান ||

হাত বাড়ালে নয়
মন বাড়ালেই হয় ||

.        ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
কাঁটার জ্বালা থাকে থাকুক
কবি মুকুল পুরকায়স্থ

কাঁটার জ্বালা থাকে থাকুক
গোলাপ আমি চাই,
কত তুমি জিতবে বলো,
আমি হেরে যে সুখ পাই ||

চন্দ্র আছে,  গ্রহণও আছে,
সুখের ঘরে ঝড়ও আছে,
দুঃখ তুমি কত দেবে,
বেদন আমার চাই,
আমি হেরে যে সুখ পাই ||

আসুক আকাশ বাদল ঘিরে,
আলো জানি আসবে ফিরে,
আমি বান ভাসিতে ভাসতে রাজি,
তাইতো তরী  বাই
আমি হেরে যে সুখ পাই ||

.        ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর