মৃত্যু আছে বলেই জন্ম কবি মুকুল পুরকায়স্থ রচনা- ২৯ /১১ / ১৫ , সন্ধ্যা ৮: ২১
মৃত্যু আছে বলেই জন্ম শেষ আছে বলেই শুরু . শুরু আর শেষ . শেষ আর শুরুর মাঝে . বয়ে চলা জীবন . কখনো পাল তোলা উজানে . কখনো নোঙর . কখনো ঝড় . কখনো দখিনা বাতাস | . চর আছে বলেই তো . ভেসে যাওয়ার এত উন্মাদনা . স্বপ্ন সহজে মরেনা . তাই হয়তো মৃত্যুর পরেও . অনেকক্ষণ বেঁচে থাকে মন . তখনো স্বপ্ন দেখে সে . আবারো ফিরে আসার ||
পৃথিবীতে যা কিছু ভয়ের কবি মুকুল পুরকায়স্থ রচনা- ২৯ /১১ / ১৫ , সন্ধ্যা ৮ : ০৮
পৃথিবীতে যা কিছু ভয়ের তাকে জয় করা সম্ভব বিপদে মন শক্তকরা সম্ভব ক্ষতিকে মেনে নিলেই শান্তি . ভয় আছে বলেই জয় . বিপথ আছে বলেই পথ . ক্ষতি না হলে লাভ নেই প্রত্যাখ্যানেই প্রেমের পূর্ণতা শুধু মৃত্যুকে উপেক্ষা করা যায় না . মৃত্যু যদি না থাকে . শেষ যদি না হয় শুরু হবে কেমন করে ||