কবি মুকুল ( দেবজ্যোতি ) পুরকায়স্থর কবিতা
*
নিরাপত্তা
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ৮ /১ / ১৬ , সকাল ১১.২৫

নিরাপত্তা নিরাপত্তা
নিরাপত্তা কই
নিরাপত্তা অলীক স্বপন
ভরা চাষে মই ||

নিরাপত্তা চাইছে পুলিশ
.   চাইছে শিক্ষা গুরু
.   বিচারকে পায়না বিচার
.                   বুকে গুরু গুরু ||

কবির দেশের দামাল ছেলে
নাচছে সারাক্ষণ
কখন হারায় কোলের খোকা
মায়ের | বুকের মানিক ধন ||

সন্ধ্যে হলেই মেয়ের বাপের
বুকটা দুরু দুরু ||
কখন ফেরে কখন ফেরে
চোখের মণি চারু ||

রাত বারোটা খবর এলো
ফিরবে না আর সে
ছিঁড়ে খেলো দামাল শিশু
কোলের সোনা মেয়ে ||

তোমার কাছে চাইছি বিচার
হে প্রভু ঈশ্বর
তুমি যদি পার বাঁচাও
মেয়ের মায়ের ঘর ||

ধুঁকছে সদাই মানুষ জনে
.         শান্তি শান্তি চাই
শ্মশান ঘাটে শান্তি এখন
.       বাড়া ভাতে ছাই ||

চুপটি করে থাকতে হবে
নইলে জীবন মরণ
দষ্যুপনায় ভরেছে দেশ
তবুও বিশ্বায়ন ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
গণতন্ত্র ধর্ষিত আজ
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ৯ /১ / ১৬ ,

গণতন্ত্র ধর্ষিত আজ
বিষণ্ণ অবসাদ
বারুদ স্তুপে ভরছে যে দেশ
থমকেছে প্রতিবাদ ||

কাঁপছে ধরা বারে বারে
তবু আকাশ ছোঁয়া বাড়ি
বিপন্ন আজ মনুষত্ব
হচ্ছে সবুজ চুরি ||

একলা বাঁচায় মেতেছে আজ
সভ্য মানুষগণে
অন্ধকারে বাড়ায় না হাত
আতুর অন্ধ জনে ||

ফুটফুটে ওই চাঁদের আলোয়
ভাসেনা আজ মন
মনের জানালা কেউ খোলেনা
নেই ভালোবাসার জন ||

ভালবাসার চেয়ে ভাল
ইট পাথুরে ঘর
মনগুলি আজ হচ্ছে বোবা
কয়না কথা আর ||

মনের ঘরের দরজা খোলো
ভরবে দখিন হাওয়া
নতুন বিহান জানাবে স্বাগত
.      ঘুচবে চাওয়া পাওয়া ||

বন্ধু হয়ে বাড়াও দুহাত
.       মুছবে অন্ধকার,
যত ভেদাভেদ ঘুচবে সবার
.       ঘর-পর একাকার ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
বাপের ইচ্ছে মায়ের ইচ্ছে
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ১২ /১ / ১৬ , সকাল ১১ : ৩৫

বাপের ইচ্ছে মায়ের ইচ্ছে
বাড়ে ছেলে পুলে
নিজের ইচ্ছা জলাঞ্জলি
ইচ্ছে নদীর কুলে |

খেলার সময় পায়না খেলা
গান তো    গায় না
মা বলে পড়ো এখন
ওসব এখন না ---

শনিবারে মায়ের ইচ্ছে
সাঁতার টেবিল টেনিস
রবিবারে বাবার ইচ্ছে
ক্রিকেট এবং স্প্যানিস |

এর মাঝেতে পাথফাইন্ডার
কেউবা আকাশে
ধিকি ধিকি মরছে খোকা
হচ্ছে ফ্যাঁকাসে ||

মা বাপেদের নেইতো খেয়াল
ইচ্ছে হাজার খানা
সবার করবে পূরণ
কোলের কচি ছানা ||

নিজের তারে বাজেনা আজ
হচ্ছে খোকা মন্ত্র
জগত্টাকে চিনলো না সে
খাচ্ছে কুরে গ্রন্থ ||

ঘরে ঘরে রোবট খোকা
বাড়ছে প্রতিদিন
ভাবছে খোকা হোত যদি
হোত আলাদিন ||

বাবা মায়ের স্বপ্ন শত
করবে খোকা কি
ইচ্ছে ডানা দেয়না সাড়া
হচ্ছে একলাটি ||

একাকিত্ব সঙ্গী খোকার
এখন গিলছে অবসাদ
রেলের তলায় ছিন্নভিন্ন
.       খোকার ভবিষ্যৎ ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
আমার আমার সবই আমার
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ১৪  /১ / ১৬ , দুপুর  ১ : ০১

আমার আমার সবই আমার
সকাল বিকেল রাত্রি
কেউ মানেনা আমরা সবাই
কিছুক্ষণের যাত্রী  |

লুটছে তবু ধনরত্ন
.        লুটছে মাটি আকাশ
ভরা যৌবন যাচ্ছে না বাদ
.         কলুষ মনের বাতাস |

আমার আমার শুধু আমার
খুঁজেই শুধু গেলে
ভেবেছোকি বিণীময়ে
.     কতটুকু দিলে |

প্রতিবাদ নয় এ আমার
পাঁজর ভাঁঙ্গা ঝড়
বুকের বরফ গলবে যত
ভাসবে সুখের ঘর ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
রামধনু রং
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ১১  /১ / ১৬ , সন্ধ্যা  ৬ :০৪

রামধনু রং এই কিছুক্ষণ
তার পরেতো শ্রাবণ
চোখের জলে ভাসুক এ বুক
জানি মধুর লগন ||

সাতরঙা ঐ পাখির কাছে
বিলিয়ে দিলাম মন
এ বুক চিরে বইবে নদী
তুমি ভাসবে সারাক্ষণ ||

সপ্ত সাগর পেরিয়ে যাবো
দে দোল  দে দোল দোল
নোঙর ফেল বুকের চরে
আমি ছলাত ছল ||

ভাসবো আমি তোমায় নিয়ে
আমি ঝড়ো প্লাবন
সপ্তপালে গাইবে পাখি
ঝরবে বুকে ফাগুন ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
কচি ছেলে দুধের শিশু
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ২৩ /১২/ ১৫ , রাত ৩ : ৩৩

কচি ছেলে দুধের শিশু
কি আর এমন করছে
মেয়েটাকে ধর্ষণ করে
নাহয় মেরেই ফেলেছে ||

তাই বলে ভাই যাবজ্জীবন
জীবনটা দেবে ভেস্তে
কচি ছেলে ভুল করে তাই
কাজটা করে ফেলেছে ||

তার জন্য জেলের ঘানি
টানতে হবে তাকে ?
নাবালোকে কতশতই
এমন করেই থাকে ||

লঘুপাপে গুরুদণ্ড
কেন দেবে তাকে
দেশের একটা নিয়ম আছে
সংবিধানতো আছে ||

কচি বাচ্ছা সবে ষোল
দেশের ভবিষ্যৎ
জেলখানাতে রাখলে জীবন
হবে যে বরবাদ ||

মেমানুষে কত এমন
সহ্য করেই থাকে
বাপ, মা গুলোর আবদার কিনা
ফাঁসি দেবে তাকে ||

মেয়েরাতো ভোগের পাত্র
ভ্রষ্ট তাদের মানায়
ছেলেটারতো ষ্টেটাস আছে
সে থাকবে কিনা থানায় ||

একই কাজে লিপ্ত থেকে
কেউ ফাঁসির হুকুম পায়
ষোড়স খোকা গুটি পায়ে
বাড়ির পানে যায় ||

সংবিধানের আসকারাতে
ষোড়স খোকা ওড়ে
মেয়ের মায়ের কোল শূন্য
ভরবে কেমন করে ?

জানিনা এ কেমন নিয়ম
কেমন সং এর বিধান
বিচারকেই বলতে পারেন
আমরাতো অজ্ঞান ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
কাঁপলো পৃথিবী নতুন করে
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ৪ /১ / ১৬ , বিকেল ৪ : ৪৮

কাঁপলো পৃথিবী নতুন করে
মধ্যরাতের পর
কাঁপছে মানুষ বাঁধা ঘরে শুয়ে
কি হবে কি হবে তার ||

হাসছে কেবল পাগলা দুঃখী
নেই তার কোন ডর
ফুটপাথ তার জীবন মরণ
প্লাসটিকে মোড়া ঘর ||

এখানেই মানুষ সমতায় ফেরে
থাকেনা অহংকার
ফুটপাথ হয় সবাকার ঠাঁই
ঘর-পর একাকার ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
বাংলা ছাড়া অন্য ভাষায়
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ৪ /১ / ১৬ , সকাল ৬ : ০৬

বাংলা ছাড়া অন্য ভাষায়
কইতে আমি নারি,
কিন্তু চোটকে মাটি নরম করে
মূর্ত্তি গড়তে পারি |

লোক দেখান ছবি তুলে
ফেস বুকেতে শেয়ার
এমন কাণ্ড রোজই দেখি
হচ্ছে দেখি দেদার|

কাজের বেলা যেমন তেমন
লোক দেখানোই মূল
কত পুচ্ছ গুঁজবে বাপু
পাকছে আমারও চুল |

বড়োর সাথে কাঁধ মিলিয়ে
তেলের পরে তেল
ফাঁকা কলসী ভরলো বাজার
কাকের বেলা বেল |

কাক হয়ে ভাই বাঁচি যেন
নকল ময়ূর নয়
একটু বোকা হলেম না হয়
কিসের পরাজয় ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
মৃত্যু আছে বলেই জন্ম
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ২৯ /১১ / ১৫ , সন্ধ্যা ৮: ২১

মৃত্যু আছে বলেই জন্ম
শেষ আছে বলেই শুরু
.    শুরু আর শেষ
.    শেষ আর শুরুর মাঝে
.    বয়ে চলা জীবন
.    কখনো পাল তোলা উজানে
.    কখনো নোঙর
.    কখনো ঝড়
.    কখনো দখিনা বাতাস |
.     চর আছে বলেই তো
.     ভেসে যাওয়ার এত উন্মাদনা
.     স্বপ্ন সহজে মরেনা
.     তাই হয়তো মৃত্যুর পরেও
.     অনেকক্ষণ বেঁচে থাকে মন
.     তখনো স্বপ্ন দেখে সে
.     আবারো ফিরে আসার ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
পৃথিবীতে যা কিছু ভয়ের
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ২৯ /১১ / ১৫ , সন্ধ্যা ৮ : ০৮

পৃথিবীতে যা কিছু ভয়ের
তাকে জয় করা সম্ভব
বিপদে মন শক্তকরা সম্ভব
ক্ষতিকে মেনে নিলেই শান্তি
.       ভয় আছে বলেই জয়
.       বিপথ আছে বলেই পথ
.       ক্ষতি না হলে লাভ নেই
প্রত্যাখ্যানেই প্রেমের পূর্ণতা
শুধু মৃত্যুকে উপেক্ষা করা যায় না
.       মৃত্যু যদি না থাকে
.       শেষ যদি না হয়
শুরু হবে কেমন করে ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর