কবি মুকুল ( দেবজ্যোতি ) পুরকায়স্থর কবিতা
*
সীমানা
কবি মুকুল পুরকায়স্থ

সীমানা
তার কোন নির্দ্দিষ্ট রূপ হয়না
কখনো চৌকো কখনো গোল
কখনো আঁকাবাঁকা কখনো অদৃশ্যে
সীমানা মানে কাঁটাতার
সীমানা মানে দেশভাগাভাগি
দেশে দেশে যুদ্ধ
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
ভেঙে খান খান হাঁড়ি |

সীমানা সর্বত্র
কি জল কি স্থল কি অন্তরিক্ষে
এমন কি সম্পর্কেও
তাইতো এত ভেদাভেদ |
সীমানা জাতে জাতে
ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে
তাইতো এত খুনোখুনি এত আর্তনাদ

সীমানা ভালবাসাতেও
তাইতো এত নির্যাতন
কখনো বধূ কখনো শাশুড়ী |

সীমানা পেরোলেই প্রাণ নাশ
সীমানা পেরোলেই মুখ দেখাদেখি বন্ধ
সীমানা পেরেলেই অপদস্ত
সীমানা পেরোলেই ধর্ষণ

সীমানা মানে
কাপড়ের রং সাদা
মায়ের কোল শূন্য
সীমানা মানে
সাদা কাপড়ে মোড়া কফিন
ফিরছে ভাই, কপালে চন্দন
আনেনি প্রাণ

সীমানা মানে
শূন্যে চীল, কারগিল ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
চাপে চ্যাপ্টা কচিকাঁচা
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ৭ /১ / ১৬ , সকাল ১০ : ০২

চাপে চ্যাপটা কচিকাঁচা
ভিড়ে বাবা মা
মেরুদন্ড যাচ্ছে বেঁকে
বইতে পারে না ||

নিশাচরের জীবন এখন
ঘুমের সময় কই
চুরি গেছে ঘুমের মাসী
সকাল সন্ধ্যে বই ||

বইএর পোকা হচ্ছে খোকা
মনটা গেছে মরে
হারিয়ে গেছে লুকোচুরি
সিলেবাসের চরে ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ঘর বলে দুঃখী আমি
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ১৮ /১১ / ১৫ , রাত  ১২ : ৫৪

ঘর বলে দুঃখী আমি
মানুষ বলে আমি
দুঃখে আমার পরাণ ফাটে
জানেন অর্ন্তযামি |

ঘর বলে আমার কোলে
জন্ম নিলে তুমি
আমার কোলে কান্না হাসি
রোদ জলেতে আমি |

যুগে যুগে আমার সাথে
তোমার ওঠা বসা
ভালবেসে বধূর সাথে
আমার বুকে ভাসা |

খুশী হলে আমার বুকে
আনন্দেতে নাচো
দুঃখের রাতে প্রদীপ জ্বেলে
আমার কোলে বাঁচো |

হাজার স্বপন দেখ তুমি
আমার কোলে শুয়ে
মায়ের মত রাখি ঢেকে
স্নেহের আঁচল দিয়ে |

হঠাৎ যখন পালাও তুমি
শূন্য করে কোল
আমার বুকে হরির ধ্বনি
ওঠে কান্না রোল |

তুমি মানুষ বলতে পারো
আমি জড় ঘর
তুমি ছাড়া আমার কি দাম
শূন্য কলরব |

বুকটা করে খাঁ খাঁ আমার
একলা হলেম আমি
সন্ধ্যা প্রদীপ জ্বলেনা আজ
নেই তো শঙ্খ ধ্বনি |

আমার বুকে আঁধার নামে
বন্ধ হল দ্বার
পোকা মাকড় সঙ্গী হল
ঝাঁঝরা কলেবর |

তুমি মানুষ বলতে পার
আমি জড় ঘর ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ঘুমের পরে জাগ্রত থাকে
কবি মুকুল পুরকায়স্থ
রচনা- ৭ /১২ / ১৫ , রাত ১২ : ৩০

ঘুমেরও পরে জাগ্রত থাকে
সুপ্ত জানি সে মন
দেহের আধারে কত জাল বোনে
কতনা গুঞ্জরণ ||

যে স্বপনগুলি এখনো বাকি
হয়নি সমাপণ
এখনো ভাবে হয়তো হবে
এ পথে বিচরণ ||

ফেলে আসা পথে ধূলার পরে
কত স্মৃতির উড়ান
দুচোখ বুজে এখনো ভাবে
হয়নি যাবারো ক্ষণ |

মিছে হয় সবই কিছুক্ষণ পরে
মিছে হয় আয়োজন
চিতার আগুনে দাউ দাউ করে
তখনো কাঁদেযে মন ||

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর