সীমানা তার কোন নির্দ্দিষ্ট রূপ হয়না কখনো চৌকো কখনো গোল কখনো আঁকাবাঁকা কখনো অদৃশ্যে সীমানা মানে কাঁটাতার সীমানা মানে দেশভাগাভাগি দেশে দেশে যুদ্ধ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ ভেঙে খান খান হাঁড়ি |
সীমানা সর্বত্র কি জল কি স্থল কি অন্তরিক্ষে এমন কি সম্পর্কেও তাইতো এত ভেদাভেদ | সীমানা জাতে জাতে ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে তাইতো এত খুনোখুনি এত আর্তনাদ
সীমানা ভালবাসাতেও তাইতো এত নির্যাতন কখনো বধূ কখনো শাশুড়ী |