আমরা কবি রাজেশ দত্তর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কবি মুরারি মুখোপাধ্যায়ের এই পাতাটি তৈরী করার তথ্য, দেবার জন্য তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে।
আমরা কৃতজ্ঞ কবির দাদা শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের কাছে তাঁদের পারিবারিক তথ্য আমাদের দেবার জন্য।
আমরা কৃতজ্ঞ শ্রী চিররঞ্জন পালের ( +৯১৯৪৩৪৫১৬৮৯৮) কাছে তাঁর নানাভাবে এই পাতাটি তৈরী করতে সাহায্য করার জন্য।
স্বপন দাসাধিকারী সম্পাদিত “এবং জলার্ক” থেকে ২৫.০৫.১৯৯৮ তারিখে প্রকাশিত “সত্তরের শহীদ লেখক শিল্পী”, গ্রন্থ থেকে নেওয়া তথ্যাদি নেওয়া হয়েছে। আমরা তাঁদের কাছেও কৃতজ্ঞ।
<< কবির ছবি নেওয়া হয়েছে “মুরারি স্মৃতিরক্ষা কমিটি”-র প্রকাশিত কাব্যসংকলন "মৃত্যু নেই" থেকে। সৌজন্যে কবি কাঞ্চন কুমার।