অন্ধকারে কিছুক্ষণ থতোমতো খেলি শরীরের ঢেউগুলি খুলে গেলে ফিরে পাই পুনরায় যৌনশক্তি। তাহলে স্বীকার করছেন যে পারছি? সংসারে বসে না মনঃ চ্যানেলে উলঙ্গ ছবি দেখো আমিও তোমার মতো পরী টেনে নামাবো আমার বিছানায়।
কোথায় এসেছি আমি? কোন দেশ? কোন গ্রহ… আলো অন্ধকার? মাটিতে পা ফেলতেই ঠান্ডা মধ্যরাতে নীলজলে চাঁদ ঝাঁপিয়ে লাফিয়ে পরে প্রিয়মুখ দেখিনা কাউকে দূরে কাছে চমকে ওঠে দেখি যে সে-ই পথ একই তো আছে রোদে-জলে-প্রেমে… চালহীন চুলো,তলাবিহীন ঝুঁড়ি‘র দেশের ছেলেরা মাথা নীচু করে দুর্দশা মাপে!
মাথার উপর বিশাল শূন্যতা নাম তার আকাশ রং যার নীল বসতভিটায় আঁচল ভিজিয়ে ছলছল বয়ে চলে এক নদীর শরীর… সাতটি ঘোড়ার রথে চড়ে আমার শৈশব ফিরে ফিরে আসে সুর-তাল-ছন্দে যেখানে আমার মা বসে আছেন- ধোঁয়া আর আগুনের মাঝে উনুনে হাঁড়ি চাপিয়ে! অভিমানী খোকা বাড়ি ফিরে ভাত খাবে; হাড়িভর্তি শাদা শাদা ভাত!