কবি মোস্তফা মহসীন-এর কবিতা
*
বর্ষণতিথি
কবি মোস্তফা মহসীন

বর্ষণতিথি;এ আষাঢ়েও তোমার আসা হলো না!
বেজেছ সংযমে --- দূরত্বের স্বাদে ও সুগন্ধে ;
             সম্পর্ক নিহত হবে বিষ্মরণে?

হারিয়েছি প্রশান্তির পরিচয়পত্র
     শুস্কতার লঙমার্চে
অতৃপ্ত আত্মায়
       মফস্বলী ধুলো
নেচে নেচে আনে স্বৈরিণী বিরহ
      
বর্ষণতিথি; এবেলা আরো উষ্ণ হোক
তোমার নীলাভ ব্যর্থতার সংহতি ;
স্তব্ধতার দীর্ঘশ্বাস
হাওয়ায় ভেসে ভেসে কিছু বয়স বাড়াক
নিঙড়ে আনতে ;
শ্রমতপ্ত মানুষের ভেতরের সুগন্ধ ও ভাপ?

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ছলচাতুরী
কবি মোস্তফা মহসীন

বিরচিত লগ্নিপুঁজি
মনোমৈথুনে তোমাকে ছোঁয়ার স্পর্শ বুঝি
দারুণ বাতাসে
শোনো ক্ষরণ উচ্ছ্বাস…
রক্তকণিকায় আজ
ছড়িয়েছে যে ঝিনুকসুখ
নিদ্রার গহীনতলে
দেখো তাকে-
কী আশ্লেষে
মুলধন ভেবে জড়িয়ে ধরেছে প্রকৃত অধর!
বিরচিত লগ্নিপুঁজি
রাঙাস্বপ্নে আসো অমৃতমন্থনে নামি
মনুষ্যশাসিত জলে হোক উল্লম্ফন

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
অভিজ্ঞান
কবি মোস্তফা মহসীন

অন্ধকারে কিছুক্ষণ থতোমতো খেলি
শরীরের ঢেউগুলি খুলে গেলে ফিরে পাই
পুনরায় যৌনশক্তি। তাহলে স্বীকার করছেন যে পারছি?
সংসারে বসে না মনঃ চ্যানেলে উলঙ্গ ছবি
দেখো আমিও তোমার মতো পরী
টেনে নামাবো আমার বিছানায়।

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
প্রবাস
কবি মোস্তফা মহসীন

কোথায় এসেছি আমি? কোন দেশ?
কোন গ্রহ… আলো অন্ধকার?
মাটিতে পা ফেলতেই ঠান্ডা
মধ্যরাতে নীলজলে চাঁদ
ঝাঁপিয়ে লাফিয়ে পরে প্রিয়মুখ
দেখিনা কাউকে দূরে কাছে
চমকে ওঠে দেখি যে
সে-ই পথ একই তো আছে রোদে-জলে-প্রেমে…
চালহীন চুলো,তলাবিহীন ঝুঁড়ি‘র
দেশের ছেলেরা মাথা নীচু করে দুর্দশা মাপে!

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
দেবী সর্বমঙ্গলা
কবি মোস্তফা মহসীন

ভেঙ্গেছি তোমার দুটো ডানা
পায়ের পাতায় আজ রাত
রেখেছি ওষ্ঠ ; লিখবো কাম ও করুণা?
জেনো অস্পষ্ঠ অবশ ঘুমে আমিও প্রান্তিক চাষা
ধাতু-বিভ্রমের আগে পেয়েছি তোমাকে
ইউরেকা! ইউরেকা!
গভীরে কেবল গভীরতা মেলে
আমি অনার্য় দ্রাবিড়
নীলাম ডাকে পেয়েছি কন্যা;
জ্বলে স্নায়ুরন্ধ্র
জিহ্বায় লোহিত লালা
তুমি খুব ভালো মেয়ে
বাড়িতে তোমার আলোচনা
ভোরের শিশির লাগে পায়ে
জাগে বসুন্ধরা?

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
মা
কবি মোস্তফা মহসীন

মাথার উপর বিশাল শূন্যতা নাম তার আকাশ
রং যার নীল
বসতভিটায় আঁচল ভিজিয়ে ছলছল বয়ে চলে
এক নদীর শরীর…
সাতটি ঘোড়ার রথে চড়ে
আমার শৈশব ফিরে ফিরে আসে সুর-তাল-ছন্দে
যেখানে আমার মা বসে আছেন-
ধোঁয়া আর আগুনের মাঝে উনুনে হাঁড়ি চাপিয়ে!
অভিমানী খোকা বাড়ি ফিরে
ভাত খাবে; হাড়িভর্তি শাদা শাদা ভাত!

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
চক্ষুষ্মান
কবি মোস্তফা মহসীন

বর্তমান   এক মুখোশজড়ানো ভূত
ভবিষ্যত -এর পায়ে নেই সোনার নূপুর
হাতড়ে নেতিয়ে  নিঃশেষ না হয়ে দেখি -

নয়নাভ ধোঁয়াশায় ক্রীড়ারত রক্তস্নাত গ্ল্যাডিয়েটর

শুকনো মরুর মত বুক …
কাঁধে নিয়েছি অযুত আকাঙ্ক্ষার দায়ভার
বেদনায় শরীর ভেজালে পাব অন্য  আকাশের খোঁজ; চক্ষুষ্মান ?
অচেনা  আলোর গোলকধাঁধায়
চাঁদের  ওপিঠে  জড়ায় আরেক চাঁদ

ভাবি  এই রাত্রি যাবে সুবহে সাদেকে
এই লোনা জল জমে জমে
বরফ হয়েই ছুঁয়ে দিবে জীবরাইলের ছয়শত ডানা
আমার ভেতর তোলপাড় করে
অন্যগ্রহ
এবং এর উপমাপ্রবণ মুখরতা!

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
শরবন
কবি মোস্তফা মহসীন

জীবন জয়ের মেঘ
তাড়িয়ে তাড়িয়ে তুমি যাকে ভাব-আশা;
মধ্যমায় প্রতিটি তুড়িতে
আমার নিকট সে-ই রাজা!

ডিমের ভেতরে খুঁজি হলুদ কুসুম
মাছের শরীরে নয় কাঁটা
শৈশব দিনের ইচ্ছেগুলো প্রয়াতঈশ্বর…
আত্মা চূর্ণ করে
সে-ই কবে বেরিয়ে পড়েছে বখতিয়ারের সাদা ঘোড়া!

প্রবল ঘুর্নির বাস্পচ্ছ্বাসে
রোদে মেলে দিই স্নায়বিক দূর্বলতা
আর অপলক চেয়ে দেখি
আমার শহরে জীবন জয়ের বাধা
তাড়িয়ে তাড়িয়ে কখন যে তুমি- কিশোরী মালালা

গডফাদারের দীক্ষায় ভুলেছ টাটকা -বাসির স্বাদ; আহা দেশাল রেজালা!

শিকার হবার আগে
শেষবার কর্পোরেট শোকেসে  তোমার মুখ
চোখের কার্নিশে  দেখি ভুলেরই শরবন
যে পথে হারায় কীর্তি…
ধূলিঝড় ডেকে আনে  ধনতন্ত্র।

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
বালিশিরা
কবি মোস্তফা মহসীন

ডিজিট্যাল ক্যামেরায় তোমার চেহারা ভাসলেই  
                                চোখ হয়ে যায় প্রজাপতি
বালিশিরা ভ্যালিক্লাবে: আজ নিয়মভাঙ্গার বর্ষপূর্তি

আকাশবিস্তৃত প্রশান্তিতে শরীরের জড়তা ছাড়িয়ে এগিয়ে যেতে থাকো তুমি...
নিসর্গ কাঁপায় এফ এম রেডিও তরঙ্গ থেকে ভাসা বার্ণিশ টিলার গীত ...
ধোঁয়া ধোঁয়া ভাবনাসমূহ… চক্রাকারে বয়ে নিয়ে যায় বহুগামী মিথ…

এই ভরদুপুরের গ্রীষ্মে সুষমাকে জড়িয়ে ধরায়
রিক্ততার   নেই কোনো খেদ ;
ভিতরে  ভীষণ গোলযোগ
উদ্বেগে উন্নত জেদ।

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর