টাইটানিক পোত কবি নলিনীমোহন মণ্ডল কেশবচন্দ্র গুপ্ত ও কৃষ্ণদাস চন্দ্র সম্পাদিত “অর্চ্চনা” পত্রিকা, জৈষ্ঠ ১৩১৯ সংখ্যা (মে ১৯১২) টাইটানিক দুর্ঘটনাটি ঘটে ১৫ই এপ্রিল ১৯১২ তারিখে।
সাগরের পথে ছুটিছে নির্ভয়, সাধ্য কার করে দিকের নির্ণয়? ভেদিয়া ঝটিকা তরঙ্গ নিচয়, টাইটানিক পোত ঐ জগতে বিদিত।
ডুবিবার ভয় কেহ নাহি করে, সুবৃহৎ পোত ধরণী ভিতরে, ভীরুর ও বাসনা ভ্রমিতে সাগরে ; নির্ম্মাণ-নৈপূণ্য হেরি সকলে বিস্মিত॥
তুলি উচ্চ শির আকাশ ভেদিয়া, সগর্ব্বে ব্রিটিশ পতাকা ধরিয়া, পবনের বেগে চলিছে ধাইয়া, উপেক্ষিয়া জলধিরে করিয়া বিদ্রূপ।
করিল এ পোত সিন্ধু-দর্প চূর ; সাগরের পথে বাইতে সুদূর, আরোহিরা লভে আনন্দ প্রচুর, স্বপনে করেনি শঙ্কা কেহ কোনরূপ॥