কবি নিমাই মিত্রর কবিতা
*
প্রণাম
কবি নিমাই মিত্র
মিলনসাগরে প্রকাশকাল ০৯.০৯.২০১৫

কবি, গীতিকার, লেখক, গায়ক অতুলপ্রসাদ সেন                             
করুণ রসের গানের কলিতে ঠুংরির তাল দেন।                               
স্বদেশ ভক্তি প্রেমরস গান গেয়েছেন ত্রিধারায়,                                 
ধ্রুপদ কীর্তন সুর সমন্বয় সঙ্গীত রচনায়।
কান্ত কবি রজনীকান্ত শিল্পী ও গীতিকার   
প্রথম রচনা শ্রীশ্রী শ্যামা গীত ভক্তির রসাধার।
দেশপ্রেমের বানী কল্যাণী গানের সঞ্চয়ন,
বাণী, অমৃত, আনন্দময়ী গীতি কাব্যের ধন।

কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল,প্রসন্নময়ী মাতা
শৈশবে শুরু কাব্য চর্চা লিরিকে আর্য্যগাথা৷
ইতিহাস তোলে নাটকের সারি চন্দ্রগুপ্ত,সাজাহান
ধনধান্য পুষ্প বিলিয়ে দেশ মাতৃকে আহ্বান।

বিখ্যাত কবি, সমালোচক এবং আরও প্রবন্ধকার
স্বপনসারী, বিস্মরণীর মোহিতলাল মজুমদার।
সাহিত্য জীবনে প্রথম সোপান মানসী পত্রিকায়,
ব্যাথার আরতি, মানস-লক্ষ্মী, বাঁধন প্রেমের কবিতায়

অতুল, রজনী, দ্বিজেন্দ্র, মোহিত বঙ্গ জননীর সন্তান
কাব্য গীতির পাহাড় চূড়ায় রবে চিরদিন অম্লান।
দেশাত্ববোধে উদাত্ত স্বর সুর ঝঙ্কার মূর্ছনায়,
চলে গেছ দূরে, তবু রবে বুকে, সাজিয়ে রেখেছি আল্পনায়।

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর