কবি পল্লব কীর্ত্তনীয়ার গান ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
            
অপাপ রোদ আর অমল নীলে নীলে        
আপাদমস্তক, ভদ্দরলোক        
এখনও সকালবেলা রোদ্দুর হাত রাখে রাতের শিশিরে       
ও আমার দেশের মাটি        
কতখানি নদী সেই মেয়ের চোখে        
কত স্বচ্ছন্দ ছিল সাগর বুকের মধ্যে        
কাঁদতে কাঁদতে এখনও কান্না আছে       
খানিকটা কথা খানিকটা নাটক খানিকটা গান      
ছিচকাঁদুনে মেঘগুলোকে       
তোকে খুঁজি এই অবেলায়          
তোমার দুচোখে ঝরে একা এক নদী       
থমকে আছে মেঘ এবং থমকে গাছের পাতা       
নক্ষত্রের থেকে জল     
নিজ যোনি থেকে নিজ সন্তান       
পোখরাণ       
ফেরিওয়ালা গানের ডালি সাজিয়ে ঘুরি     
বাঁচতে বাঁচতে ক্লান্ত লাগে        
বাঁচতে বাঁচতে --- সোনার নাও       
বাবা কে জানে না, মা গিয়েছে কাজে      
বারান্দায় ঝুঁকে দেখে বয়স্ক রোদ        
মৃত্যু তুমি কি একলাই সব চেটেপুটে নেবে      



মিলনসাগর

১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।

২১।