কবি পল্লব কীর্ত্তনীয়ার গান ও কবিতা
*
পোখরাণ
কবি পল্লব কীর্তনিয়া
৯৮-এর গ্রীষ্মে মে মাসের দুরন্ত গরমে রাজস্থান মরুভূমির পোখরাণে ভারতের দ্বিতীয়
পরমাণু বোমা বিষ্ফোরণের পর লেখা গান
গানটি ফেসবুকে পড়তে এখানে ক্লিক করুন . . .             

রবীন্দ্রনাথ কতটা ভারতবাসী
কতটা লিখেছে স্বদেশপ্রেমের গান
যেটুকু লিখেছে বস্তাপচা ও বাসি
স্বদেশপ্রেম আজ শেখাচ্ছে পোখরাণ

মারণ বোমায় স্বদেশের মুখ আঁকা
আহা আমাদের কত উন্নত শির
যে গানের বুকে তেজষ্ক্রিয়তা মাখা
সেই গান হবে আগামী শতাব্দীর!

ভারতবর্ষ ফুটপাতে শুয়ে থাকে
নিঃশ্বাসে খোঁজে দুমুঠো ভাতের ঘ্রাণ
খিদের হিসেব এখন কে আর রাখে,
পোখরাণ গায় যুদ্ধজয়ের গান

মারণবোমায় স্বদেশের মুখ আঁকা
রামরাজ্যতে হও ধরমেতে ধীর
বোমার আড়ালে ভোট গুনে গুনে রাখা
ধর্মরাজ্য গড়বে যুধিষ্ঠির

যুধিষ্ঠির-ইতো প্রধানমন্ত্রী হবে
খিদে পেলে খেও প্লুটোনিয়ামের জল
মাঝে মাঝে যেও দাঙ্গার উৎসবে
ভোট কুড়ুনিয়া ভোট ভিক্ষেতে চল...

মারণবোমায় ধর্মের ছবি আঁকা
নামাবলী গায়ে পরমাণু বোমাটির
যে গানের বুকে তেজষ্ক্রিয়তা মাখা
সেই গান হবে আগামী শতাব্দীর...

.           ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর