কবি পর্ণা মুখোপাধ্যায়ের - পিতা সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং মাতা ইন্দিরা দেবী।
কবি পর্ণা মুখোপাধ্যায় বঙ্গভাষা ও সাহিত্যের ছাত্রী হিসেবে ১৯৯৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.
এ পাশ করেছেন।
কবির প্রথম কাব্যগ্রন্থ “পথে যেতে যেতে” ১৯৯৯ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটির ভুমিকা লিখেছিলেন
প্রখ্যাত সাহিত্যিক তথা পুলিশ অফিসার ডঃ নজরুল ইসলাম। আমরা এই কাব্যগ্রন্ত থেকে ১০টি
কবিতা তুলে দিচ্ছি।
কবির স্কেচ আঁকার হাত চমত্কার! পথে যেতে যেতে কাব্যগ্রন্থের অলঙ্করণ তাঁর নিজের করা!
আমরা মিলনসাগরে কবি পর্ণা মুখোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।
উত্স --- পর্ণা মুখোপাধ্যায়, পথে যেতে যেতে, ১৯৯৯
কবি পর্ণা মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ২৫.০৫.২০১৫
...