কবি প্রতিভা বসুর কবিতা
*
কোরক
কবি প্রতিভা বসু
ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদিত ভারতবর্ষ পত্রিকার বৈশাখ ১৩৫১ (মে ১৯৪৪) সংখ্যা
থেকে নওয়া। সম্ভবত কবির এটাই প্রথম প্রকাশিত কবিতা।

রুদ্ধ গোপন হৃদয় তোমার উন্মুখ প্রকাশিতে।
সঞ্চিত নব সুষমার ভার নিমেষে নিঃশেষিতে॥
.        দখিন হাোয়ায় পরশ যখন
.        করিবে শিথিল দলের বাঁধন,
সেই শুভক্ষণ, সে মধু লগন, আপনারে বিকশিতে॥

রিক্ত করিতে নিজেরে তোমার ব্যাগ্র ব্যাকুল প্রাণ,
নহ প্রত্যাশী, শুধু দিয়ে যাও, সার্থক তব দান,
.        স্বপন জড়ানো তব আঁখিপাতে,
.        চাঁদিমা তাহার মায়া জাল পাতে,
তব উন্মেষ সাদরে বরিতে সমীরণ গাহে গান।

মুগ্ধ করিয়া লভিছে যে 'ফুল' জগতের ভালবাসা।
অন্তর দিয়া রচিয়া তাহারে, তুমিই দিয়েছ ভাষা।
.        তোমার গোপন মরম খুলিয়া,
.        আলোকের পানে দাও মুকুলিয়া,
পুলকে পরাণে ওঠে শিহরিয়া --- সহজ প্রাণের আশা।
নীরব নয়নে চেয়ে আছ তুনি, ভাষাহীন, দিনমান।

ভাবিছ কি মনে আসিলে সময় সফল হইবে প্রাণ?
.        আকুল হৃদয়, অতুল বিভবে,
.        হবে উছলিত নব গৌরবে,
নব যৌবন সমাগমে হবে --- বাল্যের অবসান।

.          
     ***************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর