প্রিয়ম্বদা দেবীর কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
প্রেম কবি প্রিয়ম্বদা দেবী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত, “ভারতী” পত্রিকার কার্তিক ১৩১৮ সংখ্যা (অক্টোবর ১৯১১) থেকে নেওয়া। ওরে প্রেম ওরে সঙ্গোপনে অগাধ সাগর জলে কোথায় আছিস ফ’লে শক্তি মাঝে মুক্তার মতন দরিদ্রের আশাতীত ধন! শুভ লগ্নে দুর্লভ নিমেষে দূরতম স্বর্গ ছাড়ি স্বাতির অমৃত বারি অশ্রু সমুদ্রে পড় এসে অতুলন সৌন্দর্য্যের বেশে। বিশ্ব মাঝে ত্রিদিবের সায়--- প্রাণপণ সাধনায় যে তোরে খুঁজিয়া পায় অতলের তল মিলে যায়--- মর্ত্ত্য জন্ম সার্থক তাহার! . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
বর্ষশেষ কবি প্রিয়ম্বদা দেবী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত, “ভারতী” পত্রিকার চৈত্র ১৩১৮ সংখ্যা (মার্চ ১৯১২) থেকে নেওয়া। গেল বর্ষ গেল পুরাতন, হিমবায়ু তিরোধান, স্বপ্ন সম অবসান বসন্তের সুখের স্বপন, রাঙায়ে ধরণীতল ঝরিল অশোক দল হোরি খেলা হল সমাপন। ফুটায়ে আমের গুটি মুকুল পড়িল টুটি মধু তার সার্থক জীবন। অস্তে গেল বর্ষ পুরাতন, চৈতালি শস্যের ভার ক্ষীণ প্রাণ সুকুমার গোধূলির কিরণ যেমন, ধরার বুকের পরে আজিকে লুটায়ে প’ড়ে বিছাইল বিশ্রাম শয়ন, শূন্য মাঠ শস্যহীন সুদূর দিগন্তে লীন ঝঞ্ঝার শেষে সিন্ধুর মতন! যাবে বর্ষ আসিবে নূতন, দীক্ষার আদেশ দিয়ে চলিল বিদায় নিয়ে চৈত্র শেষ সন্ধ্যার তপন, শঙ্খসনে বাজে ঢাক বলে আজ পড়ে থাক ক্ষণিকের তুচ্ছ আয়োজন, সর্ব্বত্যাগী মহেশ্বর বিষাণে পূরিয়া স্বর ডাক আজি দেন ঘন ঘন! বসুন্ধরা করি যোগাসন, বসিতে পাইবে ধ্যানে রুদ্ধ করি দুনয়নে উন্মীলিয়া ললাট নয়ন, অলোক আলোক বলে কমল ফুটিবে জলে ফলে হবে অমৃত সিঞ্চন, দূরতর দিগন্তরে দেখা দিবে স্তরে স্তরে নব মেঘে নবীন জীবন। . ************************* . সূচিতে . . . মিলনসাগর |