কবি প্রিয়ম্বদা দেবীর - পিতা কৃষ্ণকুমার বাগচি। মাতা প্রসন্নময়ী দেবীও কবি ছিলেন।
মামা ছিলেন কবি প্রমথ চৌধুরী। সুতরাং একটি সাহিত্যরসে আপ্লুত পরিবেশে প্রিয়ম্বদা দেবী বড়
হয়েছিলেন তা বলাই বাহুল্য।
তাঁর প্রথম গ্রন্থ "রেণু"-১৯০০ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই সারা পড়ে যায়। এ ছাড়া "পত্র লেখ"-১৯১১, "অংশু"
-১৯২৯ এবং তাঁর মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থ "চম্পা ও পাটল"-১৯৩৯ বিশেষ উল্লেখযোগ্য।
তাঁর কাব্যে সর্বত্র রবীন্দ্রনাথের ছায়া পড়েছিল। তাঁর লেখা সরল ও উচ্চভাবাপন্ন। তিনি সনেট রচনার জন্য
প্রশংসিত হয়েছেন। তাঁর সনেট ধ্বনি-গাম্ভীর্যপূর্ণ ও সংহত রচণা।
আমরা মিলনসাগরে কবি প্রিয়ম্বদা দেবীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
কবি প্রিয়ম্বদা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ২০০৫
পরিবর্ধিত সংস্করণ - ২.৯.২০১৫
...