প্রিয় তোমাকে কালরাতে স্বপ্নে খুব কাছে পেয়েছিলাম সবেমাত্র পূর্ণ চাঁদ মাঝ আকাশে দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ ঝিঝিপোকার কান্না মশাদের গুঞ্জন তখন স্পস্ট দুষ্কৃতকারী নিশাচর দলের পায়ের শব্দে রাস্তার কুকুর গুলি কেবলই ঘেউ ঘেউ করছিল তুমি তখন বিদিশা - শ্রাবস্তীর বেশে আমার শিহরে এক নিঃশ্বাস দূরে কাঠবিড়ালীর লেজের মতো নরম হাত রেখেছিলে কপালে তৃষিত মন লতার মতো জড়াতে চেয়েছিল তোমাকে তবু কী ভীষণ শান্ত ছিলে তুমি পাছে টিকটিকি ঠিকঠিক দেয় স্বপ্নে তবু এত ভয় সকাল নাহতেই চলে গেলে তবে যাওয়ার আগে ধাক্কা দিয়েছিলে যেন ভূমিকম্প হওয়ার পর পরতে পরতে কাপন দরজা জানালার পর্দা মাথা দোলায় কেন এতো আলোড়ন কেন এতো বিষ্ফোরণ সংগঠিত কর মমতাজ ' কে ঈর্শা করে তুমিও কি সহমরণ চাও যদি তাই হয় আমি তবে পিরামিডের মমি হয়ে শুয়ে থাকব অনন্তকাল আর হাজারও মশা মাছির গান শুনব । . *************** . সূচিতে . . .
জীবনকে উপভোগ করতে হলে দৌঁড়াও ; দৃষ্টি রাখো স্থির এবং শুধুই সামনে । মাঝে মাঝে ডাইনে বায়েও তাকাতে পারো ; তবে ভুলেও পিছন ফিরে দেখোনা । চলার পথ চড়াই উতরায়ে ভরা , একবার পা পিছলে গেলে - হাত ধরে টেনে তুলবেনা কেউ ! বরং সুযোগ পেলে মিরজাফরের দল ঠেসে ধরবে । যাতে তুমি তলিয়ে যাও অতল গভীরে ! যদি জীবনকে উপভোগ করতে চাও ; তবে - তোমার অভিধানের পাতা থেকে , ভালোলাগা - ভালোবাসা শব্দ গুলিতে , কালো রঙের সেলুটেপ লাগিয়ে দাও । ওই শব্দ গুলি আগুনের চেয়ে শক্তিশালি ! আগুন তবু দাহ্য বস্তুকে ছাই করে ; কিন্তু এরা জীবনের অস্তিত্ব একেবারে শেষ করে ছাড়ে । যদি আমার কথা বিশ্বাস না হয় ; গড়ের মাঠে হনুমান দখলে - তাকে দশ টাকার বাদাম কিনে দিয়ো ; আর রামায়ণের গল্প শুনতে চেয়ো । দেখো সে বুক চিরে দেখিয়ে দেবে - ভালোবাসা কী আর কোথায় থাকে । রাম- সীতার জন্য হনুমানের মুখ পুড়লেও ; কীভাবে বুকের মাঝে আগলে আছে , তার ভালোবাসা তার আরাধনা । মাঠে যেতে যেতে গঙ্গাফড়িং দেখেছো নিশ্চয় ! তোমাদের কী মনে হয় তারা সব ফসল খায় ? আমার সেটা মনে হয় না কখনো । আসলে তারা ফসলের রক্ত চুষে খায় ! তাইতো ফসল নষ্ট হয় গোড়া থেকে , পড়ে থাকে অস্তি চর্ম সার খড় । ওই সব হনুমান ওইসব গঙ্গাফড়িং দেখে - পা আটকে রেখোনা মাটিতে । দৌঁড়াও কেবলই দৌঁড়াও ; দৃষ্টি রাখো স্থির এবং শুধুই সামনে । রাতের সামান্য অন্ধকারের মতো - ব্যর্থতাকে ভুলে আরো দ্রুত পা চালাও । হাজার বছর পথ হাঁটার পরেও ; 'জীবনানন্দ দাশের ' বনলতা সেন ' জানতে চায় , এত দিন তিনি কোথায় ছিলেন ! এরই নাম জীবন । সেই জীবনকে উপভোগ করতে হলে - দৌঁড়াও আর দৌঁড়াও আরো দৌঁড়াও । . *************** . সূচিতে . . .