কবি পূর্ণচন্দ্র বিশ্বাস  – জন্মগ্রহণ করেন উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ঝিকরা
(ডুমা অঞ্চল) নামের এক প্রত্যন্ত গ্রামে। পিতা অনাথবন্ধু বিশ্বাস ও  মাতা মীরা রানি বিশ্বাস। পিতা একজন
দরিদ্র কৃষক।

কবি ঝিকরা আর.পি. স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে ঝিকরা উচ্চতর বিদ্যালয়, ডেওপুল অধর
মেমোরিয়াল উচ্চতর বিদ্যালয় ও চাঁদপাড়া উচ্চতর বাণী বিদ্যা বীথি থেকে যথাক্রমে অষ্টম , দশম ও দ্বাদশ
শ্রেণী উত্তীর্ণ হন। এর পর তিনি বনগাঁর দিনবন্ধু মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক হন।

কবি ঝিকরা চিল্ড্রেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। সমাজে সকল শ্রেণীর মধ্যে শিক্ষার প্রসারে
সদা সচেষ্ট থাকেন। তিনি বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী। বর্তমানে শিয়ালদা দেওয়ানী কোর্টের গ্রুপ সি পদে
কর্মরত রয়েছেন। বিদ্যালয়ে লিটিল ম্যাগাজিনে কবিতার মাধ্যমে লেখা শুরু করেন। বর্তমানে কবি মূলত
লিটিল ম্যাগাজিনে লেখা লেখি করেন। ফেসবুক তাঁর খুব প্রিয়। ফেসবুক ছাড়া তাঁর কবিতা প্রকাশিত
হয়েছে স্থানীয় বেশ কিছু লিটিল ম্যাগাজিনে। প্রথম কাব্যগ্রন্থ 'ইছামতীর চোখে জল' প্রকাশের পথে।

আমরা  
মিলনসাগরে  কবি পূর্ণচন্দ্র বিশ্বাস-এর কবিতা  তুলে আনন্দিত।

উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।

কবির সঙ্গে যোগাযোগ
ঠিকানা - প্রযত্নে শ্রী অনাথবন্ধু বিশ্বাস, গ্রাম ও ডাকঘর – ঝিকরা, থানা – গাইঘাটা, জেলা - উত্তর ২৪ পরগণা,
.          পিন – ৭৪৩২৪৫, পশ্চিমবঙ্গ।
চলভাষ - +৯১৯৯৩৩১০১৩৭৭       
ইমেল -
purna.biswas87@gmail.com          
ফেসবুকের পাতা -
https://www.facebook.com/purnachandra.biswas.1?fref=ts         



কবি পূর্ণচন্দ্র বিশ্বাস-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     

এই পাতার প্রথম প্রকাশ - ১৭.০৬.২০১৫
...