কবি প্যারীমোহন সেনগুপ্ত - প্রবাসী পত্রিকার সহ-সম্পাদক এবং বঙ্গবাসী কলেজে বাংলা সাহিত্যের
অধ্যাপক ছিলেন।

স্ত্রী উমা দেবী। কন্যা চল্লিশের দশকের খ্যাতনামা সাইকেলিস্ট চিত্রা সেনগুপ্তা।

তাঁর প্রকাশিত রচনার মধ্যে রয়েছে অরুণিমা (১৯২২) ও কোজাগরী (১৯৩২) নামক দুটি কাব্যগ্রন্থ। রয়েছে
১৩৩৭ বঙ্গাব্দে (১৯৩০ খৃ) মেঘদূত কাব্যের অনুবাদ। পরবর্তীকালে বইটির দুটি সংস্করণ বেরিয়েছিল
(১৩৪৬ ও ১৮০৩ ব)।

১১শতকের চক্রপাণি দত্তর, চিকিত্সা শাস্ত্রের, “চক্রদত্ত” নামে অনুবাদ গ্রন্থের লেখক হিসেবে প্যারীমোহন
সেনগুপ্তের নাম পাই। “বাংলা দেশের কবি” (১৯৩২) নামেও একটি রচনা রয়েছ তাঁর নামে।

আমাদের কাছে
কবির কোনো ছবি নেই একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য, আমাদের কাছে
পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম
এই পাতায় উল্লেখ করবো

আমরা  
মিলনসাগরে  কবি প্যারীমোহন সেনগুপ্তর কবিতা  তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে  দিতে
পারলে এই প্রচেষ্টার সার্থকতা।




উত্স - ডঃ শিশিরকুমার দাশ, বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।    



কবি প্যারীমোহন সেনগুপ্তর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।       



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



এই পাতার প্রথম প্রকাশ - ৩০.১২.২০১৫
...