*
কবি রজনীকান্ত সেন-এর "আনন্দময়ী" কাব্যগ্রন্থের কবিতা
জয়, বিশ্ব-ধারিকে! তাপ-বারিকে!
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

মাতৃ-স্তোত্র

॥ রাজবিজয়, তেওরা॥
*
ধন্য মানি মেনকাকে
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

গিরি-মহিষী মেনকা

॥ মধুকানের সুর, ঠেস্ কাওয়ালী॥

ধন্য মানি মেনকাকে ;
ত্রিজগজ্জননী যা’রে,
.                মা জে’নে, মা ব’লে জাকে।
ত্রিভূবন যার কোলে দোলে,
রানী তারে করে কোলে,
চরাচর যার চরণ চুমে,
*
গা তোল, গা তোল, গিরিরানি!
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

গৌরীর আগমনসংবাদ
( প্রতিবাসিনীর উক্তি )
॥ মধুকানের সুর, ঠেস্ কাওয়ালী॥

গা তোল, গা তোল, গিরিরানি!
এনেছি, মা, শুভবাণী,
.                দেখে এলাম পথে, তোর ঈশানী।

রুপে কানন আলো ক’রে,
ছেলে দু’টি কোলে ধ’রে,
.                কোটি চন্দ্র নিন্দি, পা দুখানি।

শঙ্খ-সিন্দুরে শুধু, শোভে শ্রীঅঙ্গ,
*
কনকোজ্জ্বল-জলদ-চুম্বি
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

নগর-সজ্জা
( হ্রস্ব-দীর্ঘ উচ্চরণ-ভেদে গেয় )

॥ কীর্তন ভাঙ্গা সুর, জলদ একতালা॥

কনকোজ্জ্বল-জলদ-চুম্বি-
.                মণি-মন্দির মাঝে রে,
বীণ মুরজে, পর-মঙ্গল
.                মধুর বাদ্য বাজে রে।

পেলব নব পল্লব-দলে,
*
প্লাবিত গিরি-রাজ নগর
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

নগর-বর্ণন
( হ্রস্ব-দীর্ঘ উচ্চরণ-ভেদে গেয় )

॥ কীর্তন ভাঙ্গা সুর, জলদ একতালা॥

প্লাবিত গিরি-রাজ নগর,
.                কি পুলক-মকরন্দে ;
জলদ টুটিল, জলজ ফুটিল,
.                ভ্রমর ছুটিল, গন্ধে।

ঝর ঝর ঝরে, শত নির্ঝর
.                শীতল-জল-বাহী ;
*
কে দেখবি ছুটে আয়
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

গৌরীর নগর-প্রবেশ

॥ বসন্ত, জলদ একতালা॥

.                কে দেখবি ছুটে আয়
আজ গিরি-ভবন আনন্দের তরঙ্গে ভেসে যায়!
.                ঐ “মা এল, মা এল,” বলে,
.                কেমন ব্যগ্র-কোলাহলে,
*
আয় মা, কোলে আয়
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

উমাকর্তৃক রানীর পদ-বন্দন
( রানীর উক্তি )

॥ মিশ্র বিভাস, কাওয়ালী॥

.        আয় মা, কোলে আয়
.                        অঞ্চলের নিধি, আয় ;
.        সারা বরষ পরে, মনে
.                        প’ড়েছে কি দুখিনী মায়?
*
সবই যায় তোর সাথে ধুয়ে মুছে
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

রানীর খেদ
॥ ঝিঁঝিট খাম্বাজ, একতালা॥

সবই যায় তোর সাথে ধুয়ে মুছে,
.                শুধু স্মৃতিটুকু রহে মা ;
আগে ভাবিতাম সহিবে না, হায়,
.                মার প্রাণে এত সহে মা!

লোকে কি বলিবে পাগল ভিন্ন?
*
আয় গুহ, গণপতি, কোলে আয়
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

কার্তিক ও গণেশের আদর
( রানীর উক্তি )

॥ কীর্তন ভাঙ্গা সুর॥

আয় গুহ, গণপতি, কোলে আয়!
দুই কোলে যে দু’ভাই নিব,
.                সে বল কি আর আচে গায়?

দূরের পথে আসতে বদন শুকিয়েছে ;
( রানীর উক্তি )

॥ বেহাগ, একতালা॥

ঐ, উমা, তোর পোষা শুক, তোরে,
.                “মা, মা,” বলে ডাকে ;
*
( রানীর উক্তি )

॥ পিলু, একতালা॥

সেই, তমালের ডালে মাধবীলতারে
.                গেছিলি, মা, তুলে দিয়ে,
সেই সুলগনে, যেন দু’জনার
*