*
কবি রজনীকান্ত সেন-এর "আনন্দময়ী" কাব্যগ্রন্থের কবিতা
স্বপ্নে পেতাম দেখা, হা কপালের লেখা
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

রানীর স্বপ্ন-কথা
॥ মিশ্র বিভাস, একতালা॥

স্বপ্নে পেতাম দেখা, হা কপালের লেখা!
.                এ মূরতি, গৌরি, সে মূরতি নয় ;
এযে, কি শান্ত, সুন্দর, বিশ্ব-মনোহর,
*
শরদাগমনে, নগরবাসিজনে
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

নগর-সংবাদ
( রানীর উক্তি )
॥ মিশ্র বিভাস, একতালা॥

শরদাগমনে, নগরবাসিজনে,
.                প্রতিদিন এসে বসে দলে দলে,
নাই অন্য বারতা, শুধু, মা, তোর কথা,
*
সব রোগী উঠেছে, সব ব্যাধি টুটেছে
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

নগর-সংবাদ
( রানীর উক্তি )
॥ সুরট মল্লার, একতালা॥

সব রোগী উঠেছে, সব ব্যাধি টুটেছে,
.                এ গিরি-নগরে রোগদুঃখ নাই ;
মা তুই আসবি শুনে, তোর মহিমার গুণে,
.                দূর হয়ে গেছে সমস্ত বালাই।

ঘরে ঘরে শুধু আনন্দ-উত্সব,
*
একদিন বুঝি গেল, মা গৌরি
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

মহাষ্টমীর ঊষা
( রানীর উক্তি )
॥ ঝিঁঝিট, একতালা॥

একদিন বুঝি গেল, মা গৌরি!
.        মনে হ’তে প্রাণ কাঁপে ;
গণা দিন যায় ফুরাইয়ে, হায়!
.        কোন্ বিধাতার শাপে!
বছরের কথা, তিন দিন তোরে
এক মুখে, উমা, বলিব কি ক’রে,
*
শুনতে পাই, মা হরের ঘরে
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

কৈলাসের দুঃখবর্ণন
( রানীর উক্তি )
॥ সাহানা, ঝাঁপতাল॥

শুনতে পাই, মা হরের ঘরে
অন্ন নাই, সে ভিক্ষা করে,
সারারাত শ্মশানে থাকে,
.        ভস্ম মাখে, অজিন পরে।

যোগ করে, আর চাহে সিদ্ধি,
চায় না অন্য সুখ-সমৃদ্ধি,
( রানীর অনুশোচনা )
॥ মিশ্র বিভাস, একতালা॥
“গিরি, গৌরী আমার এসেছিল” - সুর

তখন ব্যাখ্যা করলে নারদ কত ;
স্তোতবাক্যে, লোভ বাড়িয়ে দিয়ে, বল্লে
.        জামাই হবে মনের মত।

নারদ বল্লে, “মহেশ রূপে গুণে অতুল,
*
( গৌরীর প্রত্যুত্তর )
॥ বেহাগ, আড়াঠেকা॥

কার কাছে শুনেছ, মা গো,
কৈলাসের দুখের কাহিনী?
সব দেবতার মাথার মুকুট,
*
( গৌরীর প্রত্যুত্তর )
॥ সুরট মল্লার, একতালা॥

এই, বিশ্বের ঈশ্বর যিনি, ভিক্ষা করেন তিনি
.        চিন্তা ক’রে কিছু বোঝ, মা, এর ভাব?
যাঁর ইচ্ছায় সৃষ্টি হয়, কটাক্ষে প্রলয়,
.        তিনি ভিক্ষা করেন, এতই তাঁর অভাব?

বিশ্ব-অধীশ্বরের ভিক্ষা করা মিছে,
*
( গৌরীর প্রত্যুত্তর )
॥ মিশ্র বিভাস, একতালা॥
“গিরি, গৌরী আমার এসেছিল” – সুর

সেথা সর্বসত্ত্বা বিদ্যমান ;
অভাব কেমন ক’রে, থাকবে, মা, তার ঘরে?
*
*
থাকিতে মা, মহাষ্টমী, শ্রীচরণ পূজিবারে
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের আগমনী-রঅন্তর্ভুক্ত

নাগরিকগণের মহাষ্টমী পূজার উদ্যোগ
( রানীর উক্তি )
॥ ভৈরবী, ঝাঁপতাল॥

থাকিতে মা, মহাষ্টমী,               শ্রীচরণ পূজিবারে,
দলে দলে পুরবাসী                  দাঁড়ায়েছে সিংহদ্বারে।