*
কবি রজনীকান্ত সেন-এর "আনন্দময়ী" কাব্যগ্রন্থের কবিতা
(উমা) ছেড়ে গেছে অভাগিনী মায়
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের বিজয়া-রঅন্তর্ভুক্ত

রানীর খেদ
( দশমী )
॥ বারোয়াঁ, ঠুংরী॥

(উমা) ছেড়ে গেছে অভাগিনী মায় ;
আমার রোদনের অতীত দুখ, কে বুঝুবে হায়!

(কত) কেঁদেছি চরণে ধ’রে, নিল না তো সঙ্গে করে ;
উমাহীন ভবনে কি ফিরে আসা যায়?

বুঝি গো স’বে না বুকে, মরিব উমার দুখে,
*
যদি কেঁদে কেঁদে এমন হয়, তারা
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের বিজয়া-রঅন্তর্ভুক্ত

রানীর খেদ
( দশমী )
॥ সিন্ধু খাম্বাজ, মধ্যমান॥

যদি কেঁদে কেঁদে এমন হয়, তারা,
আমি নয়ন-তারা-হারা হ’য়ে,
.                হারাই যদি নয়ন-তারা ;---

(এ তিন) দিনের দেখাও ফুরিয়ে যাবে,
অন্ধ মা তোর, হাত বাড়াবে,
*
কাল, এখনো আমারি কোলে ছিল
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের বিজয়া-রঅন্তর্ভুক্ত

একাদশীর প্রভাত
( রানীর খেদ )
॥ মিশ্র খাম্বাজ, একতালা॥
( “আর কতদিন ভবে থাকিব মা” – সুর )

কাল,  এখনো আমারি কোলে ছিল ;
.       ‘মা’ ব’লে, কেঁদে, কি ব’লেছিল।
*
(ঐ) মা হারা হরিণ শিশু, চেয়ে আছে পথপানে
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের বিজয়া-রঅন্তর্ভুক্ত

রানীর খেদ
( একাদশী )
॥ মিশ্র খাম্বাজ, কাওয়ালী॥
( “তোমারি চরণে করি দুঃখ নিবেদন” – সুর )

(ঐ)       মা হারা হরিণ শিশু, চেয়ে আছে পথপানে,
.            অশ্রু ঝরিছে শুধু, কাতর দুনয়ানে।
*
দূর হ’তে, স্নেহময়ী ভগিনীর মত
কবি রজনীকান্ত সেন
আনন্দময়ী (১৯১০) কাব্যগ্রন্থের উত্সর্গ কবিতা।

উত্সর্গ

সাহিত্যানুরাগী, “বৈভ্রাজিকা”–রচয়িত্রী, বিদূষী শ্রীমতী ইন্দুপ্রভা চৌধুরাণী মহোদয়া,
বিপন্নোদ্বোরণব্রতাসু---

দূর হ’তে, স্নেহময়ী ভগিনীর মত,
কেঁদেছিল করুণায় ও কোমল প্রাণ,
তাই বুঝি সাধিবারে দুঃস্থহিত-ব্রত,
পাঠাইয়াছিলে দেবী করুণার দান!

মৃত্যুর কবল হ’তে নিয়েছিলে কাড়ি’ ;
অযাচিত সহায়তা করিয়া প্রেরণ,
নতুবা যাইতে হ’ত ধরাধার ছাড়ি’,
একাকী অজানা দেশে, আঁধার ভীষণ!

ধন্য তুমি, ধন্য ভ্রাতা শরৎ-কুমার!
যাঁদের কৃপায় বেঁচে আছি এতদিন ;
ভুলিব না এ জীবনে করুণা তোমার,
নিঃস্বার্থ, নীরব দান, ঘোষণা-বিহীন!

বিশীর্ণ, দুর্বল হস্তে, কম্পিত অক্ষরে,
রচেছি “আনন্দময়ী”, ---শুধু মার নাম ;
যে করে ক’রেছ দান, ধর সেই করে,
ধন্য হই, সিদ্ধ হোক্ দীন মনস্কাম।

মেডিকেল কলেজ হাসপাতাল,                    কৃতজ্ঞ গ্রন্থকার
কটেজ ওয়ার্ড, কলিকাতা, আষাঢ়, ১৩১৭ সাল

.                       *************************          


রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      

রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর