রজনীকান্ত সেনের গান ও কবিতা
|
পূর্ণ-জ্যোতিঃ তুমি ঘোষে দিনপতি
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
স্বপ্রকাশ
॥ ইমন, একতালা॥
অব্যাহত তোমারি শক্তি
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
বিশ্ব-শরণ
॥ মিশ্র কানেড়া, একতালা॥
অনন্ত-দিগন্ত-ব্যাপী অনন্ত মহিমা তব
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
অনন্ত
॥ বাগেশ্রী, আড়া॥
অসীম রহস্যময়! হে অগম্য! হে নির্ব্বেদ!
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
রহস্যময়
॥ মালকোষ, ঝাঁপতাল॥
তব, বিপুল-প্রেমাচল-চূড়ে, বিশ্ব-জয়-কেতু উড়ে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
প্রেমাচল
॥ পরোজ, ঝাঁপতাল॥
বিভল প্রাণ মন, রূপ নেহারি’
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
মিলনানন্দ
॥ আশা, কাওয়ালী॥
সখা, তোমারে পাইলে আর
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
চির-তৃপ্তি
॥ ভৈরবী, কাওয়ালী॥
তুমি, অরূপ সরূপ, সগুণ নির্গুণ
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
বিশ্বাস
॥ বেহাগ, একতালা॥
যারে মন দিলে আর ফিরে আসে না
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
নিমজ্জন
॥ সিন্ধু, ঝাঁপতাল॥

কত ভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে!
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
অস্তি
॥ “হেলে দুলে নেচে চলে গোঠবিহারী” - সুর॥
কত ভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে!
মত্ত এ চিত্ত তবু, তর্ক-বিচারে!
নিত্যনিয়তিবলে, বায়ু ধায়, মেঘ চলে,
শ্যামবিটপিদলে, সুরসাল ফল ফলে,
পাখী গাহে, ফুল ফোটে, তটিনী বহিয়া যায় ;
দ্বিধাহীন অনুভূতি হৃদয়ে রহিয়া যায় ;
স্তম্ভিত চিত পায় জ্যোতিঃ আঁধারে।
অসীম শূন্যতলে সৌর-জগত কত,
ভ্রান্তিহীন, ভ্রমে চিরচিহ্নিত পথ ;
রুগ্ন শিশুরে ধরি’, জননী বক্ষোপরি,
উষ্ণ কপোলে চুমে, নয়নে অশ্রু, মরি!
বিশ্ব দৃশ যত, ‘অস্তি’ প্রচারে!
. *************************
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর