যদি হেরিবে হৃদয়াকাশে প্রেম-শশধর
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান

প্রেম ও প্রীতি        

॥ মিশ্র গৌরী, কাওয়ালী॥
*
*
নীল-মধুরিমা-ভরা বিমান
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান

আকাশ সঙ্গীত        

॥ মিশ্র ইমন, একতালা॥
            
ধীরে ধীরে বহিছে, আজি রে মলয়া
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান

নিশীথে        

॥ কাফি সিন্ধু, সুরফাঁক॥
        
*
*
চাঁদে চাঁদে বদলে যাবে, সে রাজার এমন আইন নয়
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান

চির-শৃঙ্খলা        

॥ বাউলের সুর, আড় খেমটা॥
        
তুমি, সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর, শোভাময়
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান

তুমি মূল        

॥ মনোহরসাই ভাঙ্গা সুর, জলদ একতালা॥
           
*
*
আজ যদি সে, নারাজ হ’য়ে রয়
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান

নশ্বরত্ব        

॥ বাউলের সুর, গড় খেমটা॥
       
আহা, কত অপরাধ ক’রেছি, আমি
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান

সতত শিয়রে জাগো        

॥ মনোহরসাই ভাঙ্গা সুর, জলদ একতালা॥
          
*
*
রজনীকান্ত সেনের গান ও কবিতা
ধীর সমীরে, চঞ্চল নীরে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
 
কি সুন্দর        

॥ মিশ্র ভূপালী, কাওয়ালী॥

ধীর সমীরে, চঞ্চল নীরে,
.         খেলে যবে মন্দ হিলোল,---
বিগলিত-কাঞ্চন-সন্নিভ শশধর,
.         জল মাঝে খেলে মৃদু দোল ;---
যবে, কনকপ্রভাতে, নবরবিসাথে,
.         জাগে সুষুপ্ত ধরা,---
পরিমল-পূরিত কুসুমিত কাননে,
.         পাখী গাহে সুমধুর বোল ;
যবে, শ্যামল শস্যে, বিস্তৃত প্রান্তর
.          রাজে, মোহিয়া মন প্রাণ,---
সান্ধ্য-সমীরণ-চুম্বিত-চঞ্চল,
.           শীত-শিশির করে পান ;
কোটি নয়ন দেহ, কোটি শ্রবন, প্রভু,
.           দেহ মোরে কোটি সুকন্ঠ,---
হেরিতে মোহন ছবি, শুনিতে সে সঙ্গীত
.            তুলিতে তোমারি যশরোল!

.                              *************************

রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
ওমা, কোন্ ছেলে তোর, আমার মতন
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান

নষ্ট ছেলে        

॥ পিলু, ঝাঁপতাল॥
            
*
তারে দেখবি যদি নয়ন ভ’রে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান

অন্তর্দৃষ্টি        

॥ ভৈরবী, ঝাঁপতাল॥