রজনীকান্ত সেনের গান ও কবিতা
|
তোরা, যা কিছু একটা হ’
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
উঠে প’ড়ে লাগ
॥ মিশ্র গৌরী, জলদ একতালা॥
দুত্তোর, বড় দেক্ সেক্ লাগে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
দুত্তোর, বড় দেক্ সেক্ লাগে
॥ আলেয়া, একতালা॥
বুয়ারে ইংরেজে, যুদ্ধ বেধে গেছে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
বুয়ার যুদ্ধ
॥ মিশ্র ইমন, তেওরা॥
হরি বল্ রে মন আমার
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
মৌতাত
॥ মিশ্র খাম্বাজ, কাওয়ালী॥
কে রে হৃদয়ে জাগে, শান্ত শীতল রাগে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
দর্শন
॥ মিশ্র খাম্বাজ, আড় কাওয়ালী॥
কে রে হৃদয়ে জাগে, শান্ত শীতল রাগে,
. মোহ তিমির নাশে, প্রেমমলয়া বয় ;
ললিত মধুর আঁখি করুণা-অমিয় মাখি’,
. আদরে মোরে ডাকি’, হেসে হেসে কথা কয়
কহিতে নাহিক ভাষা, কত সুখ, কত আশা,
. কত স্নেহ ভালবাসা, সে নয়নকোণে রয়!
সে মাধুরী অনুপম, কান্তি মধুর, কম,
. মুগ্ধ মানসে মম, নাশে পাপ তাপ ভয়!|
বিষয় বাসনা যত, পূর্ণভজনব্রত,
. পুলকে হইয়া নত আদরে বরিয়া লয় ;
চরণ পরশ ফলে, পতিত চরণতলে,
. স্তম্ভিত রিপুদলে, বলে “হোক্ তব জয়!”
. *************************
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর
ভারি সুনাম ক’রেছে নিধিরাম
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
খিচুড়ী
॥ খাম্বাজ, কাওয়ালী, “মাতঃ শৈলসুতা” - সুর॥
বাপা জীবন! তোমার মঙ্গলাদি না পেয়ে বিশেষ চিন্তার্ণিত আছি
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
পিতার পত্র
॥ মিশ্র বিভাস, কাওয়ালী॥
আরে ছি ছি! আমি লাজে মরি, ঘট্ লো একি দায়
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
পুত্রের উত্তর
.
সে কি তোমার মত, আমার মত, রামার মত, শ্যামার মত
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
সাধনার ধন
॥ মিশ্র বিভাস, ঝাঁপতাল॥
সে কি তোমার মত, আমার মত, রামার মত, শ্যামার মত,
ডালা-কুলো-ধামার মত, যে, পথে ঘাটে দেখতে পাবে ?
সে কি কলা মূলো, কুমড়ো কাঁকুড়,
. বেগুন, শশা, বেলের মত ?
পেয়ারা আতা, তাল কি কাঁটাল,
. আম জাম, নারিকেলের মত ?
সে কি রে মন, মুড়কী মুড়ী, মণ্ডা জিলিপী কচুরী ?
যে, তাম্রখন্ডে খরিদ হ’য়ে, উদরস্থ হ’য়ে যাবে ?
সে তো হাট-বাজারে বিকায় নারে,
. থাকে না তো গাছে ফ’লে,
দিল্লী লাহোর নয়, যে রাস্তা
. করিম-চাচা দেবে ব’লে,
মামলাতে চলে না দাওয়া, ওয়ারিস সূত্রে যায়না পাওয়া,
সে যে নয় মলয় হাওয়া, যে বাহার দিয়ে বেড়িয়ে খাবে!
সে যে যোগী ঋষির সাধনের ধন,
. ভক্তি মূলে বিকিয়ে থাকে,
সে পায় “সর্ব্বং সমর্পিত-
. মস্তু” ব’লে যে জন ডাকে ;
মন নিয়ে আয় কুড়িয়ে মনে, ব্যাকুল হ’ তার অন্বেষণে,
প্রেম-নয়নে সঙ্গোপনে, দেখ্ বে, যেমন দেখ্ তে চাবে।
. *************************
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর
রাজা অশোকের ক’টা ছিল হাতী
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
পুরাতত্ত্ববিৎ