রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
শমন-ভয়-হর, পরম-শরণ-ভবধব
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

পতিত

॥ বসন্ত, ঝাঁপতাল॥
      
*
এত আলো বিশ্ব-মাঝে, মুক্ত করে দিলে ঢালি
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

কর্ম্মফল

॥ ঝিঁঝিট, আড়ঠেকা॥
              
*
ব’য়ে যাক্ হরি, প্রেমেরি বন্যা, (এই) শুষ্ক-হৃদয়-মাঝে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

প্রেম-ভিক্ষা

॥ কীর্ত্তনের সুর, জলদ একতালা॥
*
ওহে, কলুষ-হরণ, নিখিল শরণ
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

হে নাথ! মামুদ্ধর

॥ কীর্ত্তনের সুর, জলদ একতালা॥
*
ধীরে ধীরে মোরে, টেনে লহ তোমা পানে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

বন্দী

॥ সিন্ধু খাম্বাজ, কাওয়ালী॥
       
*
তোমারি ভবনে আমারি বাস
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

মনের কথা

॥ মিশ্র পূরবী, একতালা॥
         
*
পাপ রসনারে, হরি বল
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

হরি বল

॥ রাগিণী কাফি সিন্ধু, কাওয়ালী॥
        
*
(ওমা) এই যে নিয়েছ কোলে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

স্নেহ

॥ “পাখী ঐ যে গাহিলি গাছে” - সুর॥        
*
দেখে শুনে আনলি রে কড়ি
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

অকৃতকার্য্য

॥ মিশ্র খাম্বাজ, জলদ একতালা॥

দেখে শুনে আনলিরে কড়ি,
.           সব কড়িগুলো হ’লরে কাণা ;
ভাল ব’লে কিনলি রে দুধ,  
.            উননে তু’লতে হল রে ছানা।
বুনে ছিলি ভাল ভাল ফুল,
.             বেলী, যুথি, গোলাপ, বকুল,
ম’রে গেল জল না পেয়ে,
.             আগাছা ঘিরলে বাগান খানা।

কেমন তোর হিসেব পাকা---
.             যত বারই দিলিরে টাকা,
তত বারই ফি’রে পেলি, মন,
.             ষোল আনা নয়, পনের আনা।
কত বারই মজুর ডেকে,
.              খিড়্ কি পুকুর তুললি ছেঁকে,
তবু কেন বছর বছর
.              রাশি রাশি ভেসে ওঠেরে পানা।

কবে হবে মায়ার ছেদন?
.               কা’রে বলবি প্রাণের বেদন?
ইহ-পরকালের গতি, সে
.               দয়াল হরির চরণে জানা।

.                   *************************

রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
তব মূল ধনে করি ব্যবসায়, তোমারে দেইনা লাভের ভাগ
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

ব্যার্থ ব্যবসায়

॥ ঝিঁঝিট, একতারা॥