রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
বেলা যে ফুরায়ে যায়, খেলা কি ভাঙ্গে না, হায়
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

অবোধ

॥ “তুমি গতি তুমি সার” - সুর॥
      
*
মা, আমি যেমন তোর মন্দ ছেলে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

মা ও ছেলে

॥ প্রসাদী সুর (দ্বিতীয়), জলদ একতালা॥
*
এই চরাচরে এমনি ক’রে স্পষ্ট তোমার স্বরূপ লেখা
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

তোমার স্বরূপ

॥ মিশ্র ঝিঁঝিট, একতালা॥
  
*
আমায় পাগল করবি কবে?
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

পাগল ছেলে

॥ মিশ্র খাম্বাজ - রামপ্রসাদী সুর, জলদ - একতালা॥
       
*
ঐ, ভৈরবে বাজিছে, বিকট-ভয়াবহ
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

নিশ্চিন্ত

॥ লগ্নী, কাওয়ালী – হ্রস্ব দীর্ঘ উচ্চারণভেদে গেয়॥
 
*
তারে যে “প্রভু” বলিস্, “দাস” হলি তুই কবে?
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

মুখের ডাক

॥ বাউলের সুর, তাল কাহারবা॥
 
*
(ও তুই) ভাবিস কি সে তোরি মতন পাতলা রে?
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

সে

॥ বাউলের সুর॥

(ও তুই) ভাবিস্ কি সে তোরি মতন পাত্ লারে ?
দর কি রে তার কানাকড়ি, বড় জোর অধলারে ?
অমনি যেমন তেমন ক’রে, “আয়” ব’লে ডাক দিলে পরে,
তখনি হাজির হবে, মানবে না ঝড় বাদলা রে ?
পাপের রাস্তা পেয়ে সোজা, পাপ করেছিস বোঝা বোঝা,
তোর একাদশী, রোজা, চুলোয় যাবে, পাগলা রে!
তার জাল জগৎ বেড়া, ফাঁক নাই তার সবই ঘেরা,
কৈ পুঁটি আদি ক’রে, পড়ে রুই কাতলা রে!

.                          *************************

রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
দুটো একটা নয়রে, ও ভাই, গাছ ছ’ ছ’টা
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

রিপু

॥ “ভেবে মরি কি সম্বন্ধ তোমার সনে” সুর॥
        
*
তুই কি খুঁজে দে’খেছিস তাকে?
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

অকৃতজ্ঞ

॥ বাউলের সুর, গড় খেমটা॥
      
*
ঐ রবি ডুবু ডুবু, গেল যে দিন ফুরায়ে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

দিন যায়

॥ বেহাগ, ঝাপতাল॥