রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
সম্পদের কোলে বসাইয়ে, হরি
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

সুখ দুঃখ

॥ ভায়রোঁ, একতালা॥
*
কার কোলে ধরা লভে পরিণতি
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

আশ্রয়

॥ গৌরী, একতালা॥
*
(সে যে) পরম-প্রেম-সুন্দর
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

পরম দৈবত

॥ সুরট মল্লার, সুরফাঁক॥

*
যবে, সৃজনবাসনা-কণা, লয়ে’ কৃপা-আঁখি-কোণে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

বিশ্ব-রচনা

॥ মিশ্র ইমন, কাওয়ালী॥
  
*
তব, শান্তি-অরুণ-শান্ত-করুণ
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

ঊষা-বিকাশ

॥ বারোয়াঁ, একতালা॥
        
*
তার, মঙ্গল আরতি বেজে উঠে শাঁক
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

হৃদয়-কুসুম

॥ বাউলের স্বর, গড় খেমটা॥
   
*
যে দিন তোমারে হৃদয় ভরিয়া ডাকি
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

প্রেমারঞ্জন

॥ ভৈরবী, একতালা॥
       
*
আমরা নেহাৎ গরীব আমরা নেহাৎ ছোট
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ বিলাপে ] –র অন্তর্ভুক্ত

আমরা

॥ মিশ্র বারোয়াঁ, কাওয়ালী॥

আমরা নেহাৎ গরীব আমরা নেহাৎ ছোট ;
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো ||
জুড়ে দে ঘরের তাঁত সাজা দোকান ;
বিদেশে না যায় ভাই গোলারি ধান ;
আমরা মোটা খাব, ভাই রে প'রবো মোটা ;
মাখবো না ল্যাভেন্ডার, চাই নে 'অটো' ||
নিয়ে যায় মায়ের দুধ পরে দুয়ে'
আমরা, রব কি উপোসী ঘরে শুয়ে ?
হারাস্ নে ভাই রে, আর এমন সুদিন
মায়ের পায়ের কাছে এসে জোটো ||
ঘরের দিয়ে আমরা পরের মেঙে ;
কিন্ বো না ঠুন্ কো কাঁচ, যায় যে ভেঙে ;
থাকলে, গরীব হয়ে, ভাই রে, গরীব চালে,
তাতে হ'বে নাকো মান খাটো ||

.                      *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
যেমন, তীব্র জ্যোতির আধার রবিরে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

বহিরন্তর অথবা বাহরন্তর (?)

॥ কীর্ত্তনের ভাঙ্গা সুর, গড় খেমটা॥
 
*
কোন্ শুভগ্রহালোকে, কি মঙ্গল-যোগে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

সফল-মুহুর্ত্ত

॥ বিভাষ, একতালা॥