রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
(আমি) ধুয়ে মু’ছে প্রাণটা যে দিন ক’রে তুলি সাদা
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

ভজন বাধা

॥ মিশ্র লগ্নী, জলদ একতালা॥
   
*
তোর বদলে গেল দেহের আকার, বদলে গেল মন
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

অরণ্যে রোদন

॥ বাউলের সুর॥

    
*
আর ধরিসনে, মানা করিসনে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

বৈরাগ্য

॥ কীর্ত্তনের সুর॥
  
*
আজি, জীবন-মরণ-সন্ধিরে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

সন্ধি

॥ কীর্ত্তন ভাঙ্গা সুর, জলদ একতালা॥
                            
*
ওরা মন্থন করি’ হৃদয়-সিন্ধু
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

সমুদ্র মন্থন
(হ্রস্ব দীর্ঘ উচ্চারণভেদে গেয়)

॥ ইমন কল্যাণ, জলদ একতালা॥
 
*
যদি পার হ’তে তোর মন থাকে পথিক, যা রে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

খেয়া

॥ “সোণার কমল ভাসালে জলে” - সুর॥
                 
*
যে পথে, মরা ছেলে, যাচ্ছে নিয়ে শ্মশানঘাটে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

হবে, হ’লে কায়া বদল

॥ “বাঁশের দোলাতে উঠে” – সুর, বাউল, গড় খেমটা॥
        
*
ভেদ বুদ্ধি ছাড় দুর্গা, হরি দুই তো নয়
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

দ্বন্দ্ব রাহিত্য
সংকীর্ত্তন
১৩১২ বঙ্গাব্দে (১৯০৫) কবির জন্মস্থানের কাছের এক গ্রামে গিয়ে দেখতে পান যে শাক্ত ও
বৈষ্ণবদের মধ্যে ভয়ানক মনোমালিন্য শুরু হয়েছে। তারা একে অপরের উপাস্য দেবতার
কুত্সা করছেন। তিনি সেখানে এই গানটি রচনা করে গেয়েছিলেন।

॥ “বাঁশের দোলাতে উঠে” – সুর, বাউল, গড় খেমটা॥
                   
*
এ বিশ্ব, একের বিকার, সব একাকার
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

প্রলয়

॥ বাউলের সুর, গড় খেমটা॥
              
*
কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

মিথ্যামতভেদ

॥ বেহাগ, জলদ একতালা॥

কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার।
কেউ বলে, ভাই, এক হাঁটু জল, কেউ বলে সাঁতার।
কেউ বলে, ভাই, এলাম দেখে, কেউ বলে, ভাই, ম’লাম ডেকে
কোন্ শাস্ত্রে কি রকম লেখে, তত্ত্ব পাওয়া ভার।
কেউ বলে, সে পরম দয়াল, কেউ বলে, সে বিষম ভয়াল,
কেউ বলে, সে ডাক্ লে আসে, কেউ কয় নির্ব্বিকার,
কেউ বলে সে গুণাতীত, কেউ বলে সে গুণান্বিত,
কেউ বলে আধেয়, (আবার) কেউ বলে আধার।
কেউ দেখে তারে করালকালী, কেউ বা দেখে বনমালী,
কেউ বা তারে স্থুল দেখে, কেউ ভাবে নিরাকার ;
কান্ত বলে, দেখ্ রে বুঝে, রাখ্ বিতর্ক ট্যাকে গুঁজে ;.
‘এটা নয়, সে ওটা’,---এ সিদ্ধান্ত চমত্কার!

.                        *************************

রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর