রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
ভাব্ দেখি মন, কেমন ওস্তাদ সে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

অবাক কাণ্ড

॥ বাউলের সুর, তাল কাহারবা॥
              
*
আমি ভেবেছিলাম তোমায় ডা’কব পরে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

আশায় ছাই

॥ মিশ্র বারোয়াঁ, গড়্ খেমটা॥
                   
*
উদাস পরাণে কেন বিজনে বসিয়া আর?
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

সান্ত্বনা-গীতি
মহারাজা শ্রীল শ্রীযুক্ত মণীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুরের জামাতৃ-বিয়োগ উপলক্ষে রচিত।

॥ মিশ্র গৌরী, ঝাঁপতাল॥
  
*
প্রভাতে যাহারে হৃদয় মাঝারে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

বিদায় সঙ্গীত
রাজসাহী কলেজিয়েট স্কুলের কোন শিক্ষককে বিদায় উপলক্ষে রচিত।

॥ মিশ্র খাম্বাজ, কাওয়ালী॥
        
*
দীন নির্ঝর ক্ষীণ জলধারা
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

নবীন উদ্যম
পুঠিয়া বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে রচিত।

॥ পূরবী, একতালা॥
           
*
সাঁঝে, একি এ হরষ কোলাহল
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

উত্সাহ
পুঠিয়া বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে রচিত।

॥ “নিপট কপট তু হু শ্যাম” - সুর॥
   
*
শারদ-শশি-রুচির-বরণ, সজ্জন-চিত-কুমুদ-রমণ
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

প্রীতি-অভিনন্দন
পুঠিয়ার রাজা শ্রীল শ্রীযুক্ত নরেশনারায়ণ রায় বাহাদুরের শুভ পরিণয় উপলক্ষে রচিত।
(হ্রস্ব দীর্ঘ উচ্চারণ ভেদে গেয়)

॥ বেহাগ, একতালা॥
  
*
স্বস্তি! স্বাগত! সুধি, অভ্যাগত, জ্ঞান-পরব্রত
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

বিদ্বন্মণ্ডলীর অভ্যর্থনা
১৩১৫ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্যসম্মিলনের রাজসাহী অধিবেশন উপলক্ষে রচিত।

॥ মিশ্র রামকেলি, কাওয়ালী॥
   
*
তিমিরনাশিনী, মা আমার
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

বাণী-বন্দনা
১৩১৫ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্যসম্মিলনের রাজসাহী অধিবেশন উপলক্ষে রচিত।

॥ “নিপট কপট তু হু শ্যাম” – সুর॥
      
*
আমি চাহিনা ও রূপ মৃত্তিকার স্তূপ
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থ থেকে

অনন্ত মূর্ত্তি

॥ ললিত বিভাষ, একতালা॥

আমি চাহিনা ও রূপ মৃত্তিকার স্তূপ,
আমার মায়ের কভু ও মূরতি নয় ;
কোন্ কুম্ভকারে গ’ড়ে দিবে তারে ?
ইঙ্গিত-মাত্র যার সৃষ্টি স্থিতি লয়।

কোটি কোটি নিষ্কলঙ্ক শরদিন্দু,
যার মুখের লাবণ্য পেয়েছে একবিন্দু,
নয়ন-কোণে যার কোটি সবিতার
পূর্ণ-আবির্ভাব নিরন্তর রয় ;

শ্রীপদনখরে, --- এক আকাশের নয়,---
সহস্র গগনের নক্ষত্র-নিচয় ;
প্রতি রোম-কূপে, কোটি জগৎ রূপে,
মায়ের অসীম সৃষ্টি প্রতিভাত হয়!

নিখিল জগতের সমগ্র-চপলা,
স্নিগ্ধ-সমুজ্জল---প্রশান্ত-অচলা,
মোহধ্বান্ত-নাশী, মায়ের মধুর হাসি,
অসীম স্নেহ-দয়া-ক্ষমামৃতময় ;

সংখ্যাতীত পদে ফেরেন দ্বার দ্বার,
সংখ্যাতীত করে বিতরেন উদ্ধার,
জীবের দুঃখে কাঁদি’, যত্নে দেন মা বাঁধি’,
আশীর্ব্বাদের রক্ষা-কবচ, বরাভয়।

.                  *************************

রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর