রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
চির-নিরানন্দ গেহে কি আনন্দ উপজিল
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

সংস্কৃতভাষার পুনরুদ্ধার

॥ বাগীশ্বরী, আড়াঠেকা॥
  
*
শুনিবে কি আর?
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

সংস্কৃতভাষা

॥ বেহাগ, আড়াঠেকা॥
   
*
অস্থিভূষণ মৃত্যুদানব ভীম-নগ্ন-কপাল-মালী
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

দুর্ভিক্ষ
উড়িষ্যা দুর্ভিক্ষ উপলক্ষে রচিত

॥ বিজয়া, তেওড়া॥
      
*
তবে কেন শোক
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

কোন বন্ধুর অকালমৃত্যু উপলক্ষে

॥ বেহাগ, আড়াঠেকা॥
  
*
মা কখন এলে, কখন গেলে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

রুগ্নের দুর্গোত্সব

॥ প্রসাদী - সুর॥
            
*
কোন্ অজানা দেশে আছ কোন্ ঠিকানায়
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

মনোবেদনা

॥ জংলা, জলদ একতালা॥
       
*
কোন্ সুন্দর নব প্রভাতে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

অভ্যর্থনা

॥ মিশ্র খাম্বাজ, জলদ একতালা॥
            
*
নিষ্প্রভ কেন চন্দ্র তপন
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

কোন প্রথিতনামা সাহিত্যসেবীর পরলোকগমন উপলক্ষে

॥ ঝিঝিট, একতালা॥
  
*
আর কি ভরসা আছে তোমারি চরণ বিনে
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের “বিবিধ সঙ্গীত” থেকে

শেষ আশ্রয়

॥ মিশ্র খাম্বাজ, কাওয়ালী॥
     
*
উত্সর্গ
গুণমুগ্ধ কৃতজ্ঞ গ্রন্থকার।
কবি রজনীকান্ত সেন
অভয়া কাব্যগ্রন্থের উত্সর্গ-কবিতা
মেডিকেল কলেজ হাসপাতাল, কলিকাতা, জৈষ্ঠ ১৩১৭।


সর্ববিভূতিমণ্ডিত অনারেবল্
শ্রীল শ্রীযুক্ত মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর
দীনসজ্জনভরণেষু---

হে প্রশান্ত সুগম্ভীর-নিস্তরঙ্গ-করুণা-বারিধে!
দাঁড়াইয়া তোমার বেলায়,
এ দীন পূজক তব, স্পন্দহীন, নির্ব্বাক হইয়া,
চেয়ে থাকে, পূজা ভুলে যায়!

সহস্র প্রবল ঝঞ্ঝা, ব'য়ে গেল, গৌরবমণ্ডিত
শিরোপরে, স্থির হিমগিরি!
দীন উপাসক তব, দাঁড়াইয়া চরণ প্রান্তরে
পূজা নিয়ে, আসিয়াছে ফিরি।

আপনি খুজিয়া নিয়া, শাপভ্রষ্ট দেবতার মত
আসিয়াছ কুটীর-দুয়ারে ;---
শারীর-মানসশক্তি-বিবর্জ্জিত সেবক তোমার,
রুগ্ন,---আজি কি দিবে তোমারে ?

যে সাজি লইয়া আমি বার বার আসিয়াছি ফিরি,
তাতে দু'টি শুষ্কফুল আছে ;
দেবতা গো! অন্তর্যামি! একবার নিয়ো করে তুলি'
রেখে যাই চরণের কাছে।

               
মেডিকেল কলেজ হাসপাতাল,                          
গুণমুগ্ধ কৃতজ্ঞ
কলিকাতা, জৈষ্ঠ, ১৩১৭                                                 গ্রন্থকার

.                 *************************