রজনীকান্ত সেনের গান ও কবিতা |
উত্সর্গ গুণমুগ্ধ কৃতজ্ঞ গ্রন্থকার। কবি রজনীকান্ত সেন অভয়া কাব্যগ্রন্থের উত্সর্গ-কবিতা মেডিকেল কলেজ হাসপাতাল, কলিকাতা, জৈষ্ঠ ১৩১৭। সর্ববিভূতিমণ্ডিত অনারেবল্ শ্রীল শ্রীযুক্ত মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর দীনসজ্জনভরণেষু--- হে প্রশান্ত সুগম্ভীর-নিস্তরঙ্গ-করুণা-বারিধে! দাঁড়াইয়া তোমার বেলায়, এ দীন পূজক তব, স্পন্দহীন, নির্ব্বাক হইয়া, চেয়ে থাকে, পূজা ভুলে যায়! সহস্র প্রবল ঝঞ্ঝা, ব'য়ে গেল, গৌরবমণ্ডিত শিরোপরে, স্থির হিমগিরি! দীন উপাসক তব, দাঁড়াইয়া চরণ প্রান্তরে পূজা নিয়ে, আসিয়াছে ফিরি। আপনি খুজিয়া নিয়া, শাপভ্রষ্ট দেবতার মত আসিয়াছ কুটীর-দুয়ারে ;--- শারীর-মানসশক্তি-বিবর্জ্জিত সেবক তোমার, রুগ্ন,---আজি কি দিবে তোমারে ? যে সাজি লইয়া আমি বার বার আসিয়াছি ফিরি, তাতে দু'টি শুষ্কফুল আছে ; দেবতা গো! অন্তর্যামি! একবার নিয়ো করে তুলি' রেখে যাই চরণের কাছে। মেডিকেল কলেজ হাসপাতাল, গুণমুগ্ধ কৃতজ্ঞ কলিকাতা, জৈষ্ঠ, ১৩১৭ গ্রন্থকার . ************************* |