রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
বিবেকবিমলজ্যোতিঃ
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

এস

॥ টোরী, একতালা॥

*
(মাগো) এ পাতকী ডুবে যদি যায়
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

মোহ

॥ নিপট কপট তুঁহু শ্যাম - সুর॥

*
কোলের ছেলে, ধুলো ঝেড়ে, তুলে নে কোলে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

খেলা-ভঙ্গ

॥ ভৈরবী, ঝাঁপতাল॥
 
*
নাথ, ধর হাত, চল সাথ, চিরসাথি হে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

আশ্রয় ভিক্ষা

॥ কীর্ত্তনের সুর, ঝাঁপতাল॥
 
*
কুলু কুলু কুলু নদী ব’য়ে যায় রে ভাই
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

কল্লোলগীতি

॥ বাউলের সুর, কাহারবা॥
            
*
নীল সিন্ধু ওই গর্জ্জে গভীর
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

সিন্ধু-সঙ্গীত

॥ মিশ্র গৌরী, কাওয়ালী॥
    
*
আজি, শিথিল সব ইন্দ্রিয়, চরণ-কর নিষ্ক্রিয়
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

আয়ুভিক্ষা

॥ স্মরগরলখণ্ডনং - সুর॥
    
*
যেদিন উপজিবে শ্বাসকষ্ট
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

শেষ দিন

॥ বসন্ত মিশ্র, একতালা॥

*
যা’ হয়েছে, হচ্ছে যা’, আর যা’ হবে, সব জানি রে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ আলাপে ] –র অন্তর্ভুক্ত

পরিণাম

॥ বাউলের সুর, খেমটা॥
*
মায়ের দেওয়া মোটা কাপড়
মায়ের দেওয়া মোটা কাপড়
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ বিলাপে ] –র অন্তর্ভুক্ত

সংকল্প

॥ মূলতান, গড় খেমটা॥

মায়ের দেওয়া মোটা কাপড়
    মাথায় তুলে নে রে ভাই ;
দীন-দুঃখিনী মা য়ে তোদের
    তার বেশী আর সাধ্য নাই |
ঐ মোটা সূতোর সঙ্গে, মায়ের
    অপার স্নেহ দেখতে পাই ;
আমরা, এমনি পাষাণ, তাই ফেলে ঐ
    পরের দোরে ভিক্ষা চাই |
ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের
    সবার প্রচুর অন্ন নাই ;
তবু, তাই বেচে কাচ, সাবান মোজা,
    কিনে কল্লি ঘর বোঝাই |
আয়রে আমরা মায়ের নামে
    এই প্রতিজ্ঞা ক'রব ভাই ;
পরের জিনিষ কিনবো না, যদি
    মায়ের ঘরের জিনিষ পাই |

.                      *************************          

রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর