রজনীকান্ত সেনের গান ও কবিতা
|
কন্যাদায়ে বিব্রত হ’য়েছ বিলক্ষণ
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ প্রলাপে ] –র অন্তর্ভুক্ত
বরের দর
॥ “ঝাঁকে ঝাঁকে লাখে লাখে ডাকে ঐ পাখী” -সুর, মতিয়ার॥
( বেহাই ) কুটুম্বিতের স্থলে, বউ দেবনা ব’লে
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ প্রলাপে ] –র অন্তর্ভুক্ত
বেহায়া বেহাই
॥ মূলতান, একতালা॥
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ প্রলাপে ] –র অন্তর্ভুক্ত, মিলনসাগর
বৈয়াকরণ – দম্পতীর বিরহ
( পত্র )
॥ মূলতান, একতালা॥
( উত্তর )
॥ কালেংড়া, কাওয়ালী॥
আমি পার হ’তে চাই, ওরা আমায় দেয়না
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ প্রলাপে ] –র অন্তর্ভুক্ত
কিছু হ’লনা
॥ মিশ্র বিভাস, কাওয়ালী॥
আর আমি থাকবো নারে, তলপী তোল
কবি রজনীকান্ত সেন
বাণী (১৯০২) কাব্যগ্রন্থের [ প্রলাপে ] –র অন্তর্ভুক্ত
বিদায়
॥ বাউলের সুর, গড় খেমটা॥

মাগো, আমার সকলি ভ্রান্তি
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ আলাপে ]-এর অন্তর্ভুক্ত
মায়া
॥ বসন্ত বাহার, একতালা॥
মাগো, আমার সকলি ভ্রান্তি |
মিথ্যা জগতে, মিথ্যা মমতা ;
মরু-ভূমি শুধু, করিতেছে ধূ ধূ
. হেথা, কেবলি পিয়াসা, কেবলি শ্রান্তি |
যবে, অরুণ কিরণে নব দিবা জাগে,
ফোটে নব ফুল নব অনুরাগে,
ভুলি মা তখন কি কাল ভীষণ
. আঁধারে ডুবিবে কনক-কান্তি |
পুত্র-পরিজনে হ’য়ে পরিবৃত ;
ভাবি, এ আনন্দ অনন্ত, অমৃত ;
মনে নাহি হয়, মরণ-সময়
. “হৃদয় বান্ধাবা বিমুখা যান্তি” |
দিনে দিনে দীনের ফুরাইল দিন,
দিন তারা ঘুচাও দীনের দুর্দ্দিন ;
‘আশা’ রূপে মাগো, নিরাস প্রাণে জাগো,
দিয়ে ও চরণে, অক্ষয় শান্তি |
. *************************
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর
তুমি নির্মল কর মঙ্গল-করে
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ আলাপে ] কাব্যবিভাগের অন্তর্গত গান
নির্ভর
॥ ভৈরবী জলদ, একতালা॥
তুমি নির্মল কর মঙ্গল-করে
. মলিন মর্ম মুছায়ে ;
তব, পুণ্য কিরণ দিয়ে যাক, মোর
. মোহ কালিমা ঘুচায়ে।
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা
. ছুটিছে গভীর আঁধারে,
জানিনা কখন্ ডুবে যাবে কোন্
. অকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব বিপদ হন্তা,
. তুমি, দাঁড়াও রুধিয়া পন্থা,
তব, শ্রীচরণ তলে নিয়ে এসো, মোর
. মত্ত-বাসনা গুছায়ে।
আছ, অনল-অনিলে, চিরনভোনীলে,
. ভূধরসলিলে, গহনে,
আছ, বিটপীলতায়, জলদের গায়,
. শশী তারকায় তপনে,
আমি, নয়নে বসন বাঁধিয়া,
. ব'সে, আঁধারে মরিগো কাঁদিয়া
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু,
. দাও হে দেখায়ে বুঝায়ে।
. *************************
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর
আমি দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের { আলাপে ] –এর অন্তর্ভুক্ত
আর চাহিব না
॥ হাম্বীর, কাওয়ালী॥
( আমি ) দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত ;
( তুমি ) আমারে যা’ দাও, সবই তোমারি মত।
. আকুল হইয়ে মিছে, চেয়ে মরি কত কি যে,
( কাঁদে ) পদতলে নিষ্ফল বাসনা শত।
. কিসে মোর ভাল হয়, তুমি জান, দয়াময়,
( তবু ) নির্ভর জানে না, এ অবিনত।
. আমি কেন চেয়ে মরি, তুমি জান কি সে, হরি,
. সফল হইবে মম জীবন-ব্রত।
. চাহিব না কিছু আর, দিব শ্রীচরণে ভার,
. হে দয়াল, সদা মম কুশল-রত।
. *************************
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর
প্রাণের পথ ব’য়ে গিয়েছে সে গো
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ বিলাপে ] কাব্যবিভাগের অন্তর্গত গান
পদাঙ্ক
॥ মিশ্র মল্লার, কাওয়ালী॥
প্রাণের পথ ব'য়ে গিয়েছে সে গো ;
চরণ-চির-রেখা আঁকিয়ে যে গো।
লুটায়ে আশা-ধূলে, মোহন অঞ্চল,
নূপুর-মুখরিত-চরণ চঞ্চল,
দু'ধারে ফুটাইয়ে বাসনা-ফুল-রাশি,
আধেক প্রেম-গাথা শুনাইয়ে গো।
একটু সুধা-হাসি, আধেক প্রেমগান,
কামনা-ফুল দু’টি, শুষ্ক হীন-প্রাণ,
এখনো প’ড়ে আছে, চরণ-রেখা পাশে,
মুগ্ধ হ’য়ে আছি তাই নিয়ে গো।
. *************************
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর
প্রেমে জল হয়ে যাও গ’লে
কবি রজনীকান্ত সেন
বাণী কাব্যগ্রন্থের [ আলাপে ] -এর অন্তর্ভুক্ত
শুদ্ধ প্রেম
॥ বাউলের সুর, গড় খেমটা॥
প্রেমে জল হয়ে যাও গ’লে ;
কঠিন মেশে না সে, মেশেরে সে তরল হ’লে।
অবিরাম হ’য়ে নত, চ’লে যাও নদীর মত,
কল্ কলে অবিরত “জয় জগদীশ” বলে ;
বিশ্বাসের তরঙ্গ তুলে, মোহ পাড়ি ভাঙ্গ্ সমূলে,
চেওনা কোন কূলে,
. শুধু নেচে গেয়ে যাওরে চ’লে।
সে জলে নাইবে যা’রা, থাকবে না মৃত্যু-জরা,
পানে পিপাসা যাবে, ময়লা যাবে ধু’লে ;
যা’রা সাঁতার ভুলে নামতে পারে,
. ( তা’দের ) টেনে নে’ যাও, একেবারে,
ভেসে যাও, ভাসিয়ে নে’ যাও,
. সেই পরিণাম-সিন্ধু-জলে!
. *************************
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর