রজনীকান্ত সেনের গান ও কবিতা
|
আর, কত দূরে আছ, প্রভু, প্রেম-পারাবার
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
ভক্তি-ধারা
॥ মিশ্র গৌরী, কাওয়ালী॥
এই, ক্ষুদ্র-হৃদয়-পল্বল-জল, আবিল পাপ-পঙ্কে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
হৃদয়-পল্বল
॥ মনোহর সাই, জলদ একতালা॥
আমি, সকল কাজের পাই হে সময়
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
নিষ্ফলত
॥ “তোমার কথা হেথা কেহ ত কহে না” – সুর॥
আমি, সকল কাজের পাই হে সময়,
. তোমারে ডাকিতে পাই নে ;
আমি, চাহি দারা-সুত-সুখ-সম্মিলন,
. তব সঙ্গ সুখ চাই নে।
আমি, কতই যে করি বৃথা পর্যটন,
. তোমার কাছে তো যাই নে ;
আমি, কত কি যে খাই, ভস্ম আর ছাই,
. তব প্রেমামৃত খাই নে।
আমি, কত গান গাহি, মনের হরষে,
. তোমার মহিমা গাইনে ;
আমি, বাহিরের দুটো আঁখি মেলে চাই,
. জ্ঞান-আঁখি মেলে চাই নে।
আমি, কার তরে দেই আপনা বিলায়ে,
. ও পদতলে বিকাই নে ;
আমি, সবারে শিখাই কত নীতি-কথা,
. মনেরে শুধু শিখাইনে।
. *************************
রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের গানের সূচিতে . . .
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .
মিলনসাগর
আর, কত দিন ভবে থাকিব মা
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
দুর্গতি
॥ মিশ্র খাম্বাজ, একতালা॥
এত কোলাহলে প্রভু, ভাঙ্গিল না ঘুম
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
হ’ল না
॥ মিশ্র ভৈরবী, আড় কাওয়ালী॥
তব, করুণামৃত পারাবারে কেন ডুবালে, দয়াময়
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
ক্ষমা
॥ ঝিঁঝিট, যৎ॥
যদি, মরমে লুকায়ে র’বে, হৃদয়ে শুকায়ে যাবে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
কেন ?
॥ মিশ্র খাম্বাজ, কাওয়ালী॥
জ্ঞান-মুকূট পরি’, ন্যায়-দণ্ড করে ধরি’
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
বিচার
॥ ভৈরবী, কাওয়ালী॥
তোমার, নয়নের আড়াল হ’তে চাই আমি
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
বৃথা
॥ পূরবী, একতালা॥
নিরুপায়, সব যে যায়, আর কে ফিরায় তোমা ভিন্ন
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
নিরুপায়
॥ ললিত-বিভাস, একতালা॥