রজনীকান্ত সেনের গান ও কবিতা
*
(মা আর,) আমারে আদর ক’রো না ক’রো না
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
    
আর কেন ?        

॥ টোড়ী, একতালা॥
         
*
হরি, প্রেম-গগনে চির-রাকা
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
    
পূর্ণিমা        

॥ পূরবী মিশ্র, কাওয়ালী॥
   
*
তুমি, অন্তহীন, বিরাট, এ নিখিল-ব্যাপী-অচ্যুত-অক্ষর
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
    
তুমি ও আমি        

॥ নটনারায়ণ, তেওরা॥
     
*
ভীতি-সঙ্কুল এ ভবে, সদা তব
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
    
অভিলাষ        

॥ ইমন, কাওয়ালী, “তোমারি রাগিণী জীবন-কুঞ্জে” - সুর॥
   
*
কুটিল কুপথ ধরিয়া দূরে সরিয়া, আছি পড়িয়া হে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
    
ল’য়ে চল        

॥ মিশ্র খাম্বাজ, জলদ একতালা॥
 
*
(এই) তপ্ত মলিন চিত বহিয়া এনেছি, তব
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
    
ডুবাও        

॥ মিশ্র ঝিঁঝিট, কাওয়ালী॥
   
*
যদি প্রলোভন মাঝে ফেলে রাখ
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
    
সহায়তা        

॥ মিশ্র কানেড়া, কাওয়ালী॥
    
*
কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থ থেকে

কবে?

॥ বেহাগ, কাওয়ালী॥

কবে, তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
.          তোমারি রসাল নন্দনে ;
কবে, তাপিত এ চিত করিব শীতল
.                  তোমারি করুণা চন্দনে!

কবে, তোমাতে হ’য়ে যাব, আমার আমিহারা,
তোমারি নাম নিতে নয়নে ব’বে ধারা,
এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ
.                  বিপুল পুলক-স্পন্দনে!

কবে, ভবের সুখ দুখ চরণে দলিয়া,
যাত্রা করিব গো, শ্রীহরি বলিয়া,
চরণ টলিবে না, হৃদয় গলিবে না,
.                  কাহারো আকুল ক্রন্দনে।

.                           *************************

রজনীকান্তের কল্যাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   

রজনীকান্তের অভয়া কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বাণী কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের বিশ্রাম কাব্যগ্রন্থের সূচিতে . . .     
রজনীকান্তের অমৃত কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের আনন্দময়ী কাব্যগ্রন্থের সূচিতে . . .      
রজনীকান্তের গানের সূচিতে . . .   
রজনীকান্তের সদ্ভাব কুসুম কাব্যগ্রন্থের সূচিতে . . .   
রজনীকান্তের শেষ দান কাব্যগ্রন্থের সূচিতে . . .    
রজনীকান্তের অন্যান্য কবিতা ও গানের সূচিতে . . .   


মিলনসাগর   
*
স্থান দিও করুণায় তব চরণ-তলে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
    
শরণাগত        

॥ মিশ্র ইমন, কাওয়ালী॥
       
*
ভ্রান্ত, অন্ধ, অন্ধকারে
কবি রজনীকান্ত সেন
কল্যাণী কাব্যগ্রন্থের গান
    
ভ্রান্ত        

॥ মিশ্র কানেড়া, একতালা॥