রজনীকান্ত সেন-এর "সদ্ভাব কুসুম" কাব্যগ্রন্থের কবিতা
|
হরিদত্ত নামে ধনী, নবগ্রামবাসী
কবি রজনীকান্ত সেন
সদ্ভাবকুসুম (১৯১৩) কাব্যগ্রন্থের কবিতা
অশ্ব ও গাভী
হরিদত্ত নামে ধনী, নবগ্রামবাসী,
গোশালা ও অশ্বশালা গড়ে পাশাপাশি।
প্রত্যহ সায়াহ্নে সেই ধনীর নন্দন,
অশ্বশালে অশ্ব আনি’ করিত বন্ধন।
গোশালায় গাভী ছিল পরম যতনে,
বসিয়া থাকিত সাঁঝে, রত রোমন্থনে।
এক নিশা দ্বিপ্রহরে অশ্ববর ধীরে,
তথাপি উদর পূরে খাইতে না পাই,
পেটে খেলে পিঠে সয়, তাও মোর নাই।
আমার সহিস-প্রভু, মোর ছোলা থেকে,
অর্ধেক সরান, প্রাণ ফেটে যায় দেখে।
আমাদের কথা যদি বুঝিত মানব,