রজনীকান্ত সেন-এর "সদ্ভাব কুসুম" কাব্যগ্রন্থের কবিতা
|
পুরাকালে ছিল এক রাজার নন্দন
কবি রজনীকান্ত সেন
সদ্ভাবকুসুম (১৯১৩) কাব্যগ্রন্থের কবিতা
রাজপুত্র ও ঋষিপুত্র
পুরাকালে ছিল এক রাজার নন্দন,
মহিষীর একমাত্র আনন্দ-বর্ধন।
অতি আদরের ছেলে, শিশুকাল হ’তে,
অঙ্গ ঢেলে দিয়েছিল বিলাসের স্রোতে।
কখনো ছিল না কোন সুখের অভাব,
যেমন ঐশ্বর্য তার তেমনি প্রতাপ।
একদা প্রত্যুষে, পরি’ মৃগয়ার সাজ,
সৈন্য ল’য়ে মৃগয়ায় যান যুবরাজ।
ওই শয্যা? পরিধান করেছে বাকল?
বস্ত্র নাহি জুটে? কিম্বা হ’য়েছে পাগল?
শত-ছিদ্র এ কুটীর ; ঘোর বরষায়?