রজনীকান্ত সেন-এর "সদ্ভাব কুসুম" কাব্যগ্রন্থের কবিতা
|
প্রবল প্রতাপ রাজা ছত্রধর রায়
কবি রজনীকান্ত সেন
সদ্ভাবকুসুম (১৯১৩) কাব্যগ্রন্থের কবিতা
ঠাকুরদাদা ও নাতি
প্রবল প্রতাপ রাজা ছত্রধর রায়,
. ছিল না দয়ার লেশ,
. কৃপণের একশেষ,
কেঁদে মরে দুখী প্রজা, বিচার না পায়।
গিরি-উচ্চ অট্টালিকা, শত পুষ্পোদ্যান ;
. সুনির্মল সরোবর,
. শোভিতেছে মনোহর,
চতুর্দিকে স্তরে স্তরে প্রস্তর সোপান।
নৃপতির বৃদ্ধ পিতা হতভাগ্য অতি ;
. রাজার প্রাসাদে তার
. নাহি ছিল অধিকার,
কুটীরে সরসী-তীরে, করিত বসতি।
রাজ্য পেয়ে, রাজা তারে করে নির্বাসিত।
. একটি প্রস্তর পাত্র
. তারে দিয়াছিল মাত্র,