রজনীকান্ত সেন-এর "সদ্ভাব কুসুম" কাব্যগ্রন্থের কবিতা
*
মিথ্যাবাদী ভূতনাথ, সত্যবাদী রাম
কবি রজনীকান্ত সেন
সদ্ভাবকুসুম (১৯১৩) কাব্যগ্রন্থের কবিতা

রাম ও ভূতো

মিথ্যাবাদী ভূতনাথ, সত্যবাদী রাম,
দুই ভাই বসতি করিত বেদগ্রাম।
দু’জনা প্রবেশি’ এক মালীর বাগানে,
রাত্রিকালে পাকা আম চুরি ক’রে আনে।

প্রাতে টের পেয়ে পিতা, ডাকি’ দু’জনায়,
জিজ্ঞাসেন, “পাকা আম, পাইলি কোথায়?”
ভূতো বলে, “কোথা হ’তে আনিয়াছে রাম,
আমি নাহি জানি, প্রাতে দেখিতেছি আম।”

রাম বলে, “দু’জনা মালীর গাছে চ’ড়ে,