রজনীকান্ত সেন-এর "সদ্ভাব কুসুম" কাব্যগ্রন্থের কবিতা
|
আহম্মদগঞ্জ এর প্রশস্ত বন্দর
কবি রজনীকান্ত সেন
সদ্ভাবকুসুম (১৯১৩) কাব্যগ্রন্থের কবিতা
পুরন্দর ও বেচারাম
আহম্মদগঞ্জ এর প্রশস্ত বন্দর,
তথায় দোকান করে সাহা পুরন্দর।
কিছুমাত্র মূলধন ছিল না তাহার ;
কেবল সততা মাত্র সম্বল সাহার।
ছিল সে কর্তব্যনিষ্ঠ, সত্যপরায়ণ,
ধারে তারে টাকা দিত, যত মহাজন।
বাকী ক’রে ধান চা’ল কিনিয়া বেচিত,
চৈত্র মাসে সব টাকা শোধ ক’রে দিত।
কলিকাতা নগরীতে ব্যবসায়িগণ,
পুরন্দরে অবিশ্বাস করে না কখন।
সুখে ও সম্মানে দিন কাটে পুরন্দর,
প্রস্তাব করিবা মাত্র, চাঁদমল তারে,
লক্ষ টাকা মূল্য লিখি’, তুলো দিল ধারে।
বিধিমতে পালিল শঠের উপদেশ ;
না রহিল দ্বিধা, কিম্বা অনুতাপ লেশ।
অবশেষে পাগল সাজিল পুরন্দর,