কবি রজনীকান্ত সেন-এর "শেষ দান" কাব্যগ্রন্থের গান ও কবিতা
|
(মোরে) এ উত্কট ব্যাধি দিয়ে
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
হাসপাতালের শয্যায় লেখা।
অন্তিমে
॥ মিশ্র ভৈরবী, কাওয়ালী॥
(মোরে) এ উত্কট ব্যাধি দিয়ে,
কি শঙ্কটে ফেলে নিয়ে,
বুঝাইয়া দিলে যবে
. সকল চিকিত্সাতীত,
না হইলে নিরুপায়,

কত বন্ধু, কত মিত্র, হিতাকাঙ্ক্ষী শত শত
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
১৬ই আষাঢ়, রাত্রি, হাসপাতালের শয্যায় লেখা।
শরণাগত
কত বন্ধু, কত মিত্র, হিতাকাঙ্ক্ষী শত শত
পাঠায়ে দিতেছ, হরি, মোর কুটীরে নিয়ত।
. মোর দশা হেরি তারা
. ফেলিয়াছে অশ্রুধারা ;
(তারা) যত মোরে বড় করে, আমি তত হই নত।
. (তারা) একান্ত তোমার পায়,
. এজীবন ভিক্ষা চায়,
(বলে) “প্রভু, ভাল ক’রে দাো তীব্র গলক্ষত।”
. শুনিয়া আমার, হরি,
. চক্ষু আসে জলে ভরি,
কত রূপে দয়া তব হেরিতেছি অবিরত।
. এই অধমের প্রাণ
. রেন তারা চাহে দান?
পাতকী নারকী আর কে আছে আমার মত?
. তুমি জান অন্তর্যামী
. কত যে মলিন আমি,
রাখা ভাল, মার ভাল. চরণে শরণাগত।
তীব্র বেদনা যবে
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
হাসপাতালের শয্যায় লেখা।
করুণার দান
তীব্র বেদনা যবে
. ঢেলে দিলে মোর গলে,
কত যে দিয়েছি গালি,
. নির্মম নিদয় ব’লে।
তখন বুঝিনি আমি,
দয়াল হৃদয়স্বামী
পাঠায়েছে শুভাশিস্
. দারুণ বেদনা-ছলে।
অভ্রান্ত বিচারপতি
আজি বিশ্বশরণ, রাখ পায় হে!
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
১৬ই আষাঢ়, রাত্রি, হাসপাতালের শয্যায় লেখা।
পদাশ্রয়
আজি বিশ্বশরণ, রাখ পায় হে!
আরে মনোয়া রে, করলে আভি
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
হাসপাতালের শয্যায় লেখা।
জীবন-তরণী
আরে মনোয়া রে, করলে আভি
. দরিয়া-বিচ্ মে নঙ্গর ;

जीवन-तरणि
कवि रजनीकांतो सेन
“शेष दान” काव्यग्रंथ का कविता। 1910 में, कलकत्ता के मेडिकल कॉलेज हस्पताल में,
कैंसर के ईलाज के चलते हुए लिखा गया था। कुछ ही दिन बाद कवि का देहांत हुआ
था। इस कविता को कवि ने बंगला लिपि में लिखे थे, जो हम बिना अनुवाद किए, केवल
देवनागरी लिपि में यहां प्रकाशित कर रहें है।
अरे मनवा रे, कर ले अभी
. दरिया-बीच में नंगर (लंगर) ;
दिनरात-भर किश्ती चलाया,
. मिला न कोइ बंदर।
अरे ज्ञान-भक्ति दोनो धारा
. बहे, कहे वेद-तंतर,
तुमको नया रास्ता कौन बताया,
. कोन दिया तुम्हे मन्तर?
किश्ती भरके लाया कितना
. लाख रूपया हन्दर ;
सब गवाँके बहुत भूखाहो,
. आजी जलता अन्दर।
अरे खयाल करले दाँड़ हाल सब
. खराब हुआ यन्तर,
तिन बरखा पार हुआ, और
. फूटा हुआ अन्तर।
अरे डूबने लगा किश्ती
. पानी में है हांगर ;
अरे कितना फूटा बंद करोगे,
. मुखे बोलो शिव-शंकर।
তবু ভাঙ্গে না ঘুমের ঘোর
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
উত্তিষ্ঠত
. তবু ভাঙ্গে না ঘুমের ঘোর,
ক’টা যোগী বাস করে আর
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
উদ্বোধন
॥ পিলু, ঝাঁপতাল॥
ক’টা যোগী বাস করে আর
. তোদের সাধের হিমালয়ে?
ক’জন করে ব্রহ্মচিন্তা
. গুহায় সমাধিস্থ হ’য়ে?
ক’জন বোঝে মিথ্যে কায়া?

কোন্ দেশের উত্তরের সীমায়
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
সোনার ভারত
কোন্ দেশের উত্তরের সীমায়
. ধরার মাঝে শ্রেষ্ঠ গিরি?
কোন্ দেশের আর তিন পাশেতে
. রয়েছে সমুদ্র ঘিরি?
কোথায় শ্যামল মাঠে ফলে
. থোকা থোকা সোনার ধান?
---সো আমাদের সোনার ভারত,
. আমাদেরি হিন্দুস্থান।
কোন্ দেশে যমুনা গঙ্গা
. সিন্ধু গোদাবরী বয়?
কোন্ দেশের সুগন্ধি ফুলে
. মিষ্ট ফলে জগৎ-জয়?
কোথায় বনে বনে দোয়েল
. রিক পাপিয়া করে গান?
---সে আমাদের সোনার বারত,
. আমাদেরি হিন্দুস্থান।
কোথায় জন্মেছিল রাজা
. হরিস্চন্দ্র যুধিষ্ঠির?
ধনঞ্জয় আর ভীষ্ম দ্রোণ
. জন্ম কোথায় শিবাজীর?
কোন্ দেশের অব্যর্থ লক্ষ্য---
. ভয়শূন্য বীরের বাণ?
---সে আমাদের সোনার ভারত,
. আমাদেরি হিন্দুস্থান।
কোন্ দেশেতে আছে চিতোর
. পানিপথ আর হল্দিঘাট?
কোন্ দেশেতে বনে বনে
. ক’রত ঋষি বেদপাঠ?
কোথায় স্বামীর সনে সতী
. চিতায় উঠে স্বর্গে যান?
---সে আমাদের সোনার ভারত,
. আমাদেরি হিন্দুস্থান।
জাগো, জাগো, ঘুমায়ো না আর
কবি রজনীকান্ত সেন
শেষ দান (১৯২৭) কাব্যগ্রন্থের গান ও কবিতা
সুপ্রভাত
॥ গৌরী, একতালা॥
জাগো, জাগো, ঘুমায়ো না আর।
নব রবি জাগে,
নব অনুরাগে,