শীতের শেষে
কবি ক্যাপ্টেন রামেন্দু দত্ত
ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদিত ভারতবর্ষ পত্রিকার চৈত্র ১৩৩৮ (মার্চ ১৯৩২) সংখ্যা
থেকে।

.                ( ১ )
শীতের শেষে ভীরুর মতন
.                        কে এলি তুই, বল্?
শিশির ফোঁটায় ঐ যে টোপায়
.                        তোরি চোখের জল!
তুই এলি মোর কুঞ্জবনে
ফাল্গুনে আজ সঙ্গেপনে,
অমনি ফুটে উঠলো আমার
.                        ফুল-কলিদের দল!

.                ( ২ )
ঘুমিয়ে ছিল আমার নিখিল
.                        আঁধার কুয়াশায়
স্বপন মাঝে তোমায় পাবার
.                        বিপুল দুরাশায়,
আজ ভোরে তার ঘুম ভাঙা’লে ;
দখিন হাওয়া গন্ধ ঢালে,---
তোমায় হেরি কানন ঘেরি’
.                        ফুলেরা চঞ্চল!

.                ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
কবি ক্যাপ্টেন রামেন্দু দত্তর কবিতা
*
কোজাগরী
কবি ক্যাপ্টেন রামেন্দু দত্ত
বিজয়চন্দ্র মজুমদার সম্পাদিত বঙ্গবাণী পত্রিকার অগ্রহায়ণ ১৩৩৪ (ডিসেম্বর ১৯২৭)
সংখ্যা থেকে।

জ্যো’স্না জ্বালায় ফুলঝুরি আজ
.                             পাতায় ফুলে ঝলমলিয়ে!
আমাকশ পোড়ায় আতস-বাজী
.                             উল্কা-তারার দল জ্বালিয়ে!
আজ দেয়ালীর উত্সবে, ও
.                            কোন্ খেয়ালী সাজায় বাতি!
*

.                      ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
মিনতি
কবি ক্যাপ্টেন রামেন্দু দত্ত
বিজয়চন্দ্র মজুমদার সম্পাদিত বঙ্গবাণী পত্রিকার অগ্রহায়ণ ১৩৩৩ (ডিসেম্বর ১৯২৬)
সংখ্যা থেকে।


এ মম, স্বপন-সাধনা সফল করিতে দয়িত দাওগো ধরা!
তোমার, সুঠাম মূরতি সুন্দর অতি অন্তর মন ভরা!
.                দেহ ধরা মম মানস-ছন্দে,
.                দেহ ধরা দেহ বাহুর বন্ধে,
তোমারে আপন করি’ নিতে দাও, হে বঁধু আকুল-করা!
সঙ্গীতে মম মূরতি ধরগো, নেমে এস মোর গানে!
আনন্দ-রসে এসহে বন্ধু, এস নেমে এস প্রাণে!
.                মঞ্জু সবুজ রাখীর ডোরায়
.                আঁখির কাজল, এস শ্যামরায়!
তোমার বিরহে সজল হয়েছে সকল বসুন্ধরা!

নীলাকাশে এস নীলমণি, এস অবনী তোমারে মাগে,
কাশের ক্ষেত্রে নবনীর শোভা নেত্র মোহিয়া জাগে!
.                বাতাসের বুকে শুনিতেছি আজি
.                আগমনী তব উঠিয়াছে বাজি’
উত্সব রাতে, উত্সব প্রাতে, উত্স সুধাক্ষরা!
বিপুল পুলকে উলসে বক্ষ, স্বপন ভাসিছে চোখে,
ভূলোক উঠেছে দ্যুলোকে, দ্যুলোক নেমেছে মর্ত্ত্যলোকে!
.                ফুলের ফসল ফলিছে বাহিরে,
.                অন্তরে তারো অন্ত নাহি রে!
আজিকে তৃপ্ত চরণের তলে নিহত মরণ, জরা!

.                      ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*