তামাকু মাহাত্য
কবি রামপ্রসাদ
ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদিত ভারতবর্ষ পত্রিকার মাঘ ১৩৪৩ (জানুয়ারী ১৯৩৭) সংখ্যায়
শ্রী নলিনীনাথ দাশগুপ্ত এম.এ.-এর লেখা একটি প্রবন্ধ “তামাকু-মাহাত্য থেকে নেওয়া। ভক্তগণ ‘রেফ’গুলি
বাদ দিয়া এবং ণত্ব-বিধান ও যত্ব-বিধান সম্বন্ধে খেয়াল করিয়া পড়িবেন।

শ্রী রাধা নম॥
অথ তামাকু মাহার্ত্য ( ত্ম ) লির্ক্ষ্যতে॥


সোনহ সকল লোক                                     দুরে কর দুঃর্খ সোক
সভা মৈর্দ্ধে ( মধ্যে ) করি নিবেদন।
জেরূপে তামাকুর দেখা                 জেরূপে জর্ম্মিল হুর্কা ( হুকা )
কহি সেহি পূর্ব্ব বিবরণ॥

কৈলাশেতে মহাদেবে                               গৌরী যার পদ সেবে
ধ্যানেতে বসিলা সুলপানি।
ঝাড়িলেক জটাগাছি                                   ভূমিতে পড়িল বিচি
বৃর্ক্ষ হইয়া জর্ম্মিল অমনি॥

অসম্ভব দেখি সিবে                                   ডাকিলেক সর্ব্বদেবে
ব্রর্হ্মা বিষ্ণু আইলা দিবাকর।
দেবি দেবা মুনি ঋশি                                   আর জত সর্গবাসি
সবে আইলা কৈলাস সিখর॥

আদর করিয়া সিবে                                   বৈসাইলা সর্ব্বদেবে
সুন সবে আমার বচন।
কলিকালে ধর্ম্ম মুর্খ্য                                      ঊপজিল এহি বৃর্ক্ষ
কলিকালে হইবে ভাজন॥

তবে সোন তার কথা                                ভাঙ্গিবেক বিস পাতা
মস্তক ভাঙ্গিবে যুবাকালে।
সিব অঙ্গে চিতা ধুলি                               তাহা দিয়া পাতা তুলি
বৃর্দ্ধকালে কাটিবেক মূলে॥

ব্রহ্মা বলে বিষ্ণু হর                                        আমার বচন ধর
তিন গুনে কর মহা মুর্খ্য।
রজ সত ( সত্ত্ব ) তম গুণে                           মিশাইয়া তিন জনে
তামাকু করিলা মহাসুর্ক্ষ্য॥

রজ গুনে আতুলা (?) খায়ে                      ব্রহ্মলোক সেহি পায়ে
সত গুণে নর্স্যদান করে।
তম গুন দিলা সিবে                                   লুর্কা টানিবেন জিবে
মৈলে জাবে সিবের মন্দিরে॥

জেমুন ( যেমন ) মন্দাকিনি ভাগিরথি          পাতালেতে ভগবতি
গঙ্গা নিস্তারিলা ত্রিভূবন।
তেমতি তামাকু জান                                    তিন গুনে মুর্ত্তিমান
নিস্তারিলা জত অকিঞ্চন॥

সুনিয়া সকলে কয়ে                                     সোন সিব মহাশয়ে
কিমতে হুর্কাতে দিবে টান।
হুর্কার গঠন কিবা                                   কিরূপে তামাকু খাবা---
সেহি তর্ত্ত কহ ত্রিনয়ান॥

সিবে দিলা কর্ন্নফুল                                       ব্রহ্মা দিলা কমণ্ডুল
কবি রামপ্রসাদ-এর কবিতা
*
ভগিরথ সেহি ভয়ে পাইয়া                     সর্ব্বদা তামাকু খাইয়া
গঙ্গা নিস্তারিলা হুর্কার পুন্যে॥

বলিরাজা পুর্ন্যবান                                   প্রিথিবি করিল দান
হুর্কা নিন্দি পাতালে গমন।
লঙ্কেশ্বর হুর্কা ছাড়ি                                   সবংসে মজিল পূরি
হুর্কা হতে রাজা বিভিসন॥

দুর্জ্জুধন মোহারাজা                             না কৈল তামাকুর পুজা
সত ভাই মরিল সমরে।
পাণ্ডবেরা পঞ্চভাই                                   সর্ব্বদা তামাকু খাই
রাজা হইল হস্তিনা সহরে॥

পূর্ব্বজর্ন্মে নন্দরানি                                    ধনে মহা ছিল ধনি
তামাকুতে দিল জলছত্র।
সেহি পুন্যে হইল রাজা                        বধিলা গোকুলের প্রজা
পাইলেন কৃষ্ণ হেন পুত্র॥

ব্রকোভানু ( বৃকভানু ) সুতা রাধা          সর্ব্বদা খাইয়া সাদা
কৃষ্ণপতি পাইলা দানছলে।
কুন্তি দ্রৌপদী মায়্যা                              সর্ব্বদা তামাকু খাইয়া
সর্গে চলি গেলা অবহেলে॥

কবি রামপ্রসাদ কয়ে                                তামাকু ইয়ারি হয়ে
ইন্দ্রপদ তুর্ছ হেন বাসি।
দিবানিশি যেবা নরে                                তামাকু ভর্ক্ষন করে
অন্তকালে চলি জায়ে কাসি॥


ইতি তামাকুর মাহার্ত্য সমাপ্ত। ইতি সন ১২০৮। তারিখ ২৯ অগ্রহায়ণ। . . . . ( লিপিকারের নাম )


.                ******************          

   
.                                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর