কবি রতনতনু ঘাটী – একালের বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেন অবিভক্ত
মেদিনীপুর জেলার মহিষাদল থানার রাজারামপুর গ্রামে।
মহিষাদল রাজ কলেজ থেকে তিনি শিক্ষালাভ করেন।
কবির পেশা সাংবাদিকতা। তিনি আনন্দবাজার পত্রিকা থেকে প্রকাশিত ছোটদের জন্য "আনন্দমেলা"-র সহ
সম্পাদক ছিলেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “জরিপনামা” (১৯৮৯), “ধানফুল”, “অভিমানপুর”, “পালকি চলে”,
“চাঁদতাড়ুয়া”, “ফুলকুড়ুনি নদী”, “অবাকপুরের বন্ধু” (বাংলাদেশ থেকে প্রকাশিত), “আকাশ-চোর”, “ছোটোদের
শ্রেষ্ঠ ছড়া-কবিতা”, “বাংলা অনার্সের ক্লাসে”, “জন্মান্ধরা ভালো থেকো” প্রভৃতি।
তাঁর ছোটদের গল্পগ্রন্থ “স্বপ্নের রাজবাড়ি”, ছোটদের উপন্যাস “রাজা-মুখোশ, রানি-মুখোশ”, 'কমিকস দ্বীপে
টিনটিন' প্রভৃতি।
তাঁর সম্পাদিত পত্রিকার মধ্যে রয়েছে অনিয়মিত পোস্টকার্ড পত্রিকা “ঝিনুক” ১৩৭৮ (১৯৭১), “ক্রীতদাসী”
১৩৭৯ (১৯৭২), “কবিতা সংবাদ” (১৯৭৬), পাক্ষিক সংবাদপত্র “গ্রামের ডাক” (১৯৭৬), “সাহিত্য অন্যন্যা”
(১৯৭৮) প্রভৃতি।
তিনি বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন যার মধ্যে রয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা
বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নেওয়া পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত ২০১৪ সালের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
পুরস্কার, তাঁর "কমিকস দ্বীপে টিনটিন" কিশোর উপন্যাসটির জন্য।
আমরা মিলনসাগরে কবি রতনতনু ঘাটীর কবিতা তুলে আনন্দিত। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ মিলনসাগরে
তাঁর কবিতা প্রকাশ করার অনুমতি দেবার জন্য।
উত্স - কবি উত্তম দাশ, কবি মৃত্যুঞ্জয় সেন ও কবি পরেশ মণ্ডল সম্পাদিত “কবিতা : ষাট সত্তর” কাব্য
. সংকলন, ১৯৮২
. কবি উত্তম দাশ ও কবি মৃত্যুঞ্জয় সেন সম্পাদিত “আধুনিক প্রজন্মের কবিতা” কাব্য সংকলন, ১৯৯১
. বিভিন্ন শারদীয়া সংখ্যা এবং অন্যান্য পত্র-পত্রিকা।
যোগাযোগ -
কবির ফেসবুক - www.facebook.com/ratantanu.ghati
ইমেল - ratantanu.ghati@gmail.com
চলভাষ - +৯১৯৮৩০৯ ৫৭৯৩৭
কবি রতনতনু ঘাটীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৬.১১.২০১৫
...