কবি রত্নেশ্বর হাজরা - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার বরিশালে।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে সরকারী চাকরীতে কবির কর্মজীবন কেটেছে।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “বিষন্ন ঋতু”, “লোকায়ত লৌকিক”, “জলবায়ু”, “গতকাল আজ এবং
আমি”, “এ দিকে দক্ষিণ”, “রাজি আছি” প্রভৃতি।
তাঁর অনুদিত গ্রন্থের মধ্যে রয়েছে “জয়দেবের গীতগোবিন্দ”, “কালিদাসের ঋতুসংহার”।
সম্ভবত ১৯৭০ সালে তিনি অতিথি সম্পাদকরূপে “দৈনিক কবিতা”য় একটি সংখ্যা সম্পাদনা করেন।
আমরা কৃতজ্ঞ শ্রীমতী সুনন্দা পাল দত্তর কাছে যিনি আমাদের কবি রত্নেশ্বর হাজরা ছবিটি পাঠিয়েছেন।
তাঁর ইমেল - partha.sunanda@gmail.com
আমরা মিলনসাগরে কবি রত্নেশ্বর হাজরার কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স - উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন ও পরেশ মণ্ডল সম্পাদিত কবিতা : ষাট সত্তর
. সাগরময় ঘোষের সম্পাদনায় ‘দেশ’ সুবর্ণজয়ন্তী কবিতা সংকলন ১৯৩৩—১৯৮৩
কবি রত্নেশ্বর হাজরার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৮.৯.২০১৫।
শ্রীমতী সুনন্দা পাল দত্তর পাঠানো কবির ছবির সংযোজন - ২৭.২.২০২১।
...