ভালোবাসার ছাড়া উচিৎ অভাবী হাহাকার জেনে রাখা ভাল তা শুধু সময়ের এক অদৃশ্য ঘোর চাইলেই মানুষ পায় না সব না চাইলেও আসতে পারে এটা প্রয়োজন যেখানে সেখানে অদৃষ্টের বরাত সরল জীবনে ঘটে যা তাতেই জীবনকে স্রোতের অনুকূলে চালানো আয়ত্ব করা ভাল ভালবাসা হলে ভাল কম্পাস ক্যাকটাসের রস হলে মন্দ কার্ডন্স ক্যাকটাসের বিষাক্ত টক্সিন, লবন যা দৃঢ় মানুষকেও করে দিতে পারে নিঃস্ব স্বাধীন হবার জাগে ইচ্ছে ভালোবাসারও স্বাধীনতার অবাধ্য বাতাস ঠেকানো মূর্খতা থাকার যা যাবে না তা উষ্ঠালেও থাকবে না যা তাকে শিকল বাঁধলেও ফলাফল কেবলই জিরো।
. ****************
কার্ডন্স ক্যাকটাস - খুব বিষাক্ত। এর রসে প্রচুর বিষাক্ত টক্সিন ও লবন থাকে।কম্পাস ক্যাকটাস, একটু দক্ষিণ দিকে হেলে থাকে সূর্যের আলোর জন্য।এর রস বিষাক্ত নয়। বিধায় খাওয়া যায়।
হয়নি আজ দেখা মুক্তদানা বৃষ্টি ঝরা বিকেল কোটি কোটি তেজস্ক্রিয়তায় মোড়ানো লালিমার রং মাখা সূর্যটার ডোবে যাওয়া অপেক্ষায় ছিল কি-না কেউ জানিনা যেখানে প্রতিদিন দিনের হয় অবসান ওখানে সতেজ ঝকমকে প্রকৃতি রং চায়ের কাপে ধোঁয়া উপচানো পুদিনা পাতা কাঁচা চা পাতির মৌ মৌ ঘূর্ণি চাক সুহৃদজন ধৈর্যের কণা গেঁথে নিউরো তন্তুতে লিখছে কি-না কোনো বিয়োগান্ত বিরক্তির কাব্য হাজারো মতলবী লোকের আনাগোণার ভিড়ে ভাঁপা- চিতই-পুলি পিঠার গরম জৌলুসে রকমারি স্বাদে ভর্তা রুচির জিবে দিচ্ছে তা শীতে ফটোকপির কভার হুড ভোঁদড় মুখো হা দ্যাখে যা সামনে নৈমিত্তিক চিত্র ছায়া স্মৃতির পাতায় যা যা করা যায় ধারণ ফেলবে সব কপি করে গ্রোগ্রাসে এক একটি বিকেল হাজার বছরের ইতিহাসে রাখে আপডেট তথ্য তত্ত্ব কত সৃষ্টি হয় অলক্ষে কারো জীবনে কোনো কোনো বিকেল ভীষণ প্রয়োজন কারো একদম নেই দরকার ; কেউ না চাইলেও আসে তা এই মহাবিশ্বের মহাজাগতিক নিয়মে
জীব জগতের প্রতিটি বিকেল হয় না কখনো এক! . ****************
ভালোবাসা এ্যাবকাডো ফল স্বাদে ভালই লাগায় চিরন্তন চরিত্র খারাপ হলেই করল্লা কালিক তিতে বাসে না ভাল কেউ জানি; নেই জেনেও লাভ চৈতালী খরা জ্বরা মন কত দূর- মাঠ ফাটা চৌচির আর্তনাদ শুনে গ্রীস্ম উষ্ণতা পারদের দাগ অতিক্রম করলে আছে কার সাধ্য ঠেকায় কাঁঠাল পাকা বাজে না বাঁশীর দু’দিকে অবয়বে নিয়ম বৃথা চেষ্টা করা; করা যাবে কি আর ভাল কেউ বাসে কেউ ভাসায় অথৈ জলে বুঝে সুজেও নীরব দৃষ্টি রাখা কংক্রিট সময়ে আজকাল যেমন যার খুশী চর্ম মুখের ভাষায় লাগামহীন মন্দভাষা দেখতে বাকী আনন্দ না ডাকাতিয়া নদী ভালোবাসা কোন্ ঘাঘর নদীতে ভাসায় ? . ****************
কতটা কাছে থাকলে ভাললাগা হয় ভালোবাসা কি দানে কি উপাদানে লাগবে বলো- ভালোবাসা নেবো তৈরী করে চাই না কোনো কৃষ্ণপক্ষের গান শুনতে বৃন্দাবন থাকলেও বৃহস্পতি অন্য গ্রহে শনির লুকোচুরি ছায়াপথ আঁধার অন্তর্গ্রহের ডপলার অভিক্রিয়া পাও না শুনতে বৃষ্টি কুয়াশা শেষে শিশির ঝরা কচি কচি ধান চারায় নতুন প্রলেপ মুক্ত ফোটার শীত কম্বল জড়িয়ে আয়েশে পাশে বালিশ পাতা হাহাকার করে ওঠে আসবে কখন
খাপ খোলা বাদশাহী তলোয়ার ঝুলছে যথেচ্ছ ঘোরাঘুরি দুঃসাহসী উঁজবুক বেধে যেতে পারে যে কোন সময় জটিলতম অনাকাংঙ্খিত সৌর যুদ্ধটি ভয়হীন পথচলায় একরোখা মন কেউ কিছু ভাবুক না তাতে কী যায় আসে যতটুকু সঞ্চয় হোক নিত্য থলিতে ক্ষতি কী কিছুটা সময় কাটুক চোরা চোখের স্মার্ট যুদ্ধ যুদ্ধ মেলায়। . ****************