কবি রীনা তালুকদারের কবিতা
*
চুম্বক কর্ম
কবি রীনা তালুকদার

বললেই কথা বিদ্যুৎ গতি
হিমোগ্লোবিনে ঘনত্ব বাড়ে
চন্ডাল তুষার নড়ে চড়ে ওঠে বরফ শীতেও
অদেখা ঐতিহ্য ভ্রমণের গল্প
মেঘের কোলে জাগাও দস্যি দুপুর
নেই রথখোলার নথভাঙ্গা নাটক
আকাশের ছাদ ঝাঁকিয়ে ভিজিয়ে দাও
ডানপিটে শুকনো বিকেলটা
নক্ষত্রের বিস্ফারিত তাপে ঝড়ের পূর্বাভাস
মহাপ্রলয় কান্ড ভূ-গোলের চর্তুভূজে
রিখটার স্কেলে সর্বোচ্চ মাত্রায় কম্পণ
ভূ-ভাগের হাড় কাঁপানো কম্পণ জ্বালা
ত্রিমোহনী সুপ্ত আগ্নেয়গিরির নৈমিত্তিক কাজ

একখন্ড লোহার অতলে করছো
সৌখিন চুম্বকের আদি কর্ম পরীক্ষা।  

.                   ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভালোবাসার দ্বন্দ্ব
কবি রীনা তালুকদার

কেমন ধান্ধিক প্রেমে চোখ কাঁদে
যেখানে যখন থাকো যেই রঙে
চটজলদি বাহারী নৌকায়
বাঁধো পাল মনোনদী জলে
ডানে বামে সমুখে ও পিছে
দ্যাখো যাকে ওঠে জেগে শিস করতল
কোন্ বন্ধনে যায় খেলে এখানে বিদ্যুৎ
জীবনানন্দের অনিন্দ্য আসর বাসরে
পাও যা খুঁদ কুঁড়ো তাতেই দেছুট
বড়জোর স্পর্শক বন্ধু হও ;
বৃত্তের চাপে নয় শঙ্খ শয্যার পেঙ্গুইন
তাতেই যোগ্যতা সঠিক মাফিক।

.                   ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভালোবাসার পদাবলী  
কবি রীনা তালুকদার

ভালোবাসার ছাড়া উচিৎ অভাবী হাহাকার
জেনে রাখা ভাল তা শুধু সময়ের এক অদৃশ্য ঘোর
চাইলেই মানুষ পায় না সব
না চাইলেও আসতে পারে এটা
প্রয়োজন যেখানে সেখানে অদৃষ্টের বরাত
সরল জীবনে ঘটে যা তাতেই জীবনকে
স্রোতের অনুকূলে চালানো আয়ত্ব করা ভাল
ভালবাসা হলে ভাল কম্পাস ক্যাকটাসের রস
হলে মন্দ কার্ডন্স ক্যাকটাসের বিষাক্ত টক্সিন, লবন
যা দৃঢ় মানুষকেও করে দিতে পারে নিঃস্ব
স্বাধীন হবার জাগে ইচ্ছে ভালোবাসারও
স্বাধীনতার অবাধ্য বাতাস ঠেকানো মূর্খতা
থাকার যা যাবে না তা উষ্ঠালেও
থাকবে না যা তাকে শিকল বাঁধলেও
ফলাফল কেবলই জিরো।

.                   ****************                  

কার্ডন্স ক্যাকটাস
- খুব বিষাক্ত। এর রসে প্রচুর বিষাক্ত টক্সিন ও লবন থাকে। কম্পাস
ক্যাকটাস, একটু দক্ষিণ দিকে হেলে থাকে সূর্যের আলোর জন্য।
এর রস বিষাক্ত নয়
বিধায় খাওয়া যায়।


উষ্ঠা - আঞ্চলিক অর্থে লাথি।
            


.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
বিকেল সমাচার  
কবি রীনা তালুকদার

হয়নি আজ দেখা মুক্তদানা বৃষ্টি ঝরা বিকেল
কোটি কোটি তেজস্ক্রিয়তায় মোড়ানো
লালিমার রং মাখা সূর্যটার ডোবে যাওয়া
অপেক্ষায় ছিল কি-না কেউ জানিনা
যেখানে প্রতিদিন দিনের হয় অবসান
ওখানে সতেজ ঝকমকে প্রকৃতি
রং চায়ের কাপে ধোঁয়া উপচানো পুদিনা পাতা
কাঁচা চা পাতির মৌ মৌ ঘূর্ণি চাক
সুহৃদজন ধৈর্যের কণা গেঁথে নিউরো তন্তুতে
লিখছে কি-না কোনো বিয়োগান্ত বিরক্তির কাব্য
হাজারো মতলবী লোকের আনাগোণার ভিড়ে
ভাঁপা- চিতই-পুলি পিঠার গরম জৌলুসে
রকমারি স্বাদে ভর্তা রুচির জিবে দিচ্ছে তা শীতে
ফটোকপির কভার হুড ভোঁদড় মুখো হা
দ্যাখে যা সামনে নৈমিত্তিক চিত্র
ছায়া স্মৃতির পাতায় যা যা করা যায় ধারণ
ফেলবে সব কপি করে গ্রোগ্রাসে
এক একটি বিকেল হাজার বছরের ইতিহাসে
রাখে আপডেট তথ্য তত্ত্ব কত সৃষ্টি হয় অলক্ষে
কারো জীবনে কোনো কোনো বিকেল ভীষণ প্রয়োজন
কারো একদম নেই দরকার ; কেউ না চাইলেও আসে তা
এই মহাবিশ্বের মহাজাগতিক নিয়মে

জীব জগতের প্রতিটি বিকেল হয় না কখনো এক!

.                   ****************                  

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভালোবাসা এ্যাবকাডো ফল
কবি রীনা তালুকদার

ভালোবাসা এ্যাবকাডো ফল
স্বাদে ভালই লাগায় চিরন্তন চরিত্র
খারাপ হলেই করল্লা কালিক তিতে
বাসে না ভাল কেউ জানি; নেই জেনেও লাভ
চৈতালী খরা জ্বরা মন কত দূর-
মাঠ ফাটা চৌচির আর্তনাদ শুনে
গ্রীস্ম  উষ্ণতা পারদের দাগ অতিক্রম করলে
আছে কার সাধ্য ঠেকায় কাঁঠাল পাকা
বাজে না বাঁশীর দু’দিকে অবয়বে নিয়ম
বৃথা চেষ্টা করা; করা যাবে কি আর
ভাল কেউ বাসে কেউ ভাসায় অথৈ জলে
বুঝে সুজেও নীরব দৃষ্টি রাখা কংক্রিট সময়ে
আজকাল যেমন যার খুশী
চর্ম মুখের ভাষায় লাগামহীন মন্দভাষা
দেখতে বাকী আনন্দ না ডাকাতিয়া নদী
ভালোবাসা কোন্ ঘাঘর নদীতে ভাসায় ?

.                   ****************                  

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
পানি ফল
কবি রীনা তালুকদার

পেঙ্গুইন সজ্জায় অকৃত্রিম আমন্ত্রণ
তীরে তীরে নেয়ে ওঠে ইচ্ছা নদী
প্রিয় পাথরে খুশির ঝিলিক সহসা
শ্বসনের ধারাবাহিক আয়োজন
কম্পণে রিখটার স্কেল সর্বোচ্চ মাত্রায়
মিশাইল হামলায় তৃণভূমি নাছোড় উচ্ছেদ
কখনো কখনো যায় হারিয়ে পানিফল
রাস্তাঘাটে যত্রযত্র পানসে স্বাদে
ভালোটাকে নিতে হয় বেছে
স্বকীয় সমুজ্জ্বল বৈশিষ্ট্যে
রুচির পানশালায় গ্রহণের আস্বাদ
পানির উৎসবে পানিফল ওঠে মেতে
খালবিলে বিস্তারিত আপন সৌকর্যে
কালো, সবুজ, বেগুণী রংয়ের একই স্বাদ
রং বাহারী ফলের হাইব্রীড উচ্ছাস
ইচ্ছে নদী যত পারে
পানিফলের স্বাদে সাঁতরাক।

.               ****************                  

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
চারা গাছ
কবি রীনা তালুকদার

থরথরে শীতের গায়ে -
কাস্মিরি চাদর জড়িয়ে ঘুম পাড়ানো
হিম রাতের উষ্ণ বার্তা শিরা মিড়া জুড়ে
কোমল কোলাহল আবেগ
হাওয়ার ফোনে ম্যাসেজ মাতায় উল্লাসে
চুম্বন বনে পলাশের বিপ্রতীপ ঢেউ
সৌখিন সাবানের বুদ বুদ শ্বাস
জলের শুশুক শুঁকে নিক লবনের ঘ্রাণ
দ্রাবিড় ভূমিতে চষে দিক সর্ষে ফুল
ঘনো কুয়াশার প্লেট ভাঙ্গুক লাল সূর্য গুহায়
ইলেকট্রন প্রোটনের নেগেটিভ পজেটিভ
মিলে সৃষ্টি করুক স্পর্শ চকিত স্পার্ক
চলন বিলের গর্ভে চলুক চালকের চাষ বাস
সঠিক সালোক সংশ্লেষণে পুষ্টি জমজমাট
অঙ্কুরোদগমের শ্যাওলা মুখে ফুটুক
দু’পাতার সতেজ চারাবৃক্ষ।

.               ****************                  

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ড্র হয়ে যায়
কবি রীনা তালুকদার

ক্লান্ত চোখের ভূগোলে যাই থমকে
জিততে পারি চিত্ত থেকে খুব সাহসে
ঢেউ বিহীন তীর ভূমি বাতাস দোলা
নিরুত্তাপে তাকিয়ে থাকা নিরপেক্ষ নিউট্রন
অঙ্কুরোদগম উত্তাপে হারিয়ে যাবার
ভীষণ রকম ইচ্ছে জাগে বেপরোয়া
হেরে গিয়ে মধ্য মাঠে ফের শুরু
ভাবতে থাকি বিজয় আছে নিকট দূরে
দ্রাবিড় আবীর চালে শব্দ বদল আর্য সুরে
দ্রবণের বিক্রিয়ায় জলের জ্বলীয় উৎসব
হারতে গিয়ে ড্র হয়ে যায় সমান্তরাল
চন্দ্রিমা উদ্যানের সুশ্রী চতুর্ভূজে।

.               ****************                  

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
কোনটা ভালোবাসা
কবি রীনা তালুকদার

কতটা কাছে থাকলে ভাললাগা হয় ভালোবাসা
কি দানে কি উপাদানে লাগবে বলো-
ভালোবাসা নেবো তৈরী করে
চাই না কোনো কৃষ্ণপক্ষের গান শুনতে
বৃন্দাবন থাকলেও বৃহস্পতি অন্য গ্রহে
শনির লুকোচুরি ছায়াপথ আঁধার
অন্তর্গ্রহের ডপলার অভিক্রিয়া পাও না শুনতে
বৃষ্টি কুয়াশা শেষে শিশির ঝরা
কচি কচি ধান চারায় নতুন প্রলেপ মুক্ত ফোটার
শীত কম্বল জড়িয়ে আয়েশে পাশে বালিশ পাতা
হাহাকার করে ওঠে আসবে কখন

আছি তো একেবারে তপ্ত বুকের ওমে
আদুরে হাত বাড়াও প্রসারিত স্বপ্ন বিভোর
ইলেকট্রনিক স্পর্শ অনুভব জাগবে
লৌকিক মানবযন্ত্র দানব।

.               ****************                  

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
খাপ খোলা তলোয়ার
কবি রীনা তালুকদার

খাপ খোলা বাদশাহী তলোয়ার ঝুলছে
যথেচ্ছ ঘোরাঘুরি দুঃসাহসী উঁজবুক
বেধে যেতে পারে যে কোন সময়
জটিলতম অনাকাংঙ্খিত সৌর যুদ্ধটি
ভয়হীন পথচলায় একরোখা মন
কেউ কিছু ভাবুক না তাতে কী যায় আসে
যতটুকু সঞ্চয় হোক নিত্য থলিতে
ক্ষতি কী কিছুটা সময় কাটুক
চোরা চোখের স্মার্ট যুদ্ধ যুদ্ধ মেলায়।

.               ****************                  

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর